ঢাকা, মঙ্গলবার, ২০ কার্তিক ১৪৩১, ০৫ নভেম্বর ২০২৪, ০৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

বকশীগঞ্জ প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে স্ট্যান্ড রিলিজ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১৩ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০২৩
বকশীগঞ্জ প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে স্ট্যান্ড রিলিজ

জামালপুর: জামালপুরের বকশীগঞ্জ উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রশিদা বেগমকে স্ট্যান্ড রিলিজ করা হয়েছে।

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সহকারী পরিচালক (প্রশাসন-২) আব্দুল আলীম স্বাক্ষরিত অফিস আদেশে এ তথ্য জানা যায়।

অফিস আদেশে জানা যায়, উপজেলা শিক্ষা কর্মকর্তা রশিদা বেগমের পরবর্তী কর্মস্থল উপজেলা শিক্ষা অফিস, নালিতাবাড়ী। তাকে নিজ কর্মস্থলে দায়িত্বভার ২৫ জানুয়ারি গ্রহণ করতে হবে, অন্যথায় ২৬ জানুয়ারি থেকে তাকে তাৎক্ষণিক অবমুক্ত বলে গণ্য করা হবে।  

প্রসঙ্গত, বিভিন্ন অনিময় ও ঘুষ বাণিজ্যের কারণে দীর্ঘদিন ধরে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রশিদা বেগমের বদলির দাবি জানিয়ে আসছিলেন উপজেলার প্রাথমিক স্কুলগুলোর শিক্ষকরা। রশিদা বেগমের বিরুদ্ধে তারা এ নিয়ে বিভিন্ন দপ্তরে আবেদনও করেন। আবেদনের পরিপ্রেক্ষিতে তদন্ত কমিটিও গঠন করা হয়। তদন্ত কমিটির তদন্তে অভিযোগের সত্যতা পেয়ে তাকে বদলির সুপারিশ করে। এর পরিপ্রেক্ষিতে তাকে বদলি করা হলো বলে জানা গেছে।  

বাংলাদেশ সময়: ১৩০৩ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০২৩
এসআই


 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।