ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

শিক্ষা

হাজীগঞ্জে ২ শতাধিক কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫২ ঘণ্টা, জানুয়ারি ২৩, ২০২৩
হাজীগঞ্জে ২ শতাধিক কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা

চাঁদপুর: চাঁদপুরের হাজীগঞ্জ পৌরসভার উদ্যোগে ২০২২ সালের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে।  

সোমবার (২৩ জানুয়ারি) দুপুরে পৌরসভা মিলনায়তনে মেয়র আ স ম মাহবুব-উল আলম লিপনের সার্বিক তত্ত্বাবধানে পৌর এলাকার ২৮৬ জন শিক্ষার্থীকে এ সংবর্ধনা দেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে টেলিকনফারেন্সে বক্তব্য দেন- চাঁদপুর-৫ (হাজীগঞ্জ-শাহরাস্তি) আসনের সংসদ সদস্য মেজর অব. রফিকুল ইসলাম বীরউত্তম।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রাশেদুল ইসলাম, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. মোস্তাফিজুর রহমান ও মালেক গাজী ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা মো. বাবর গাজী।

সাংবাদিক জাহিদ হাসানের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য দেন হাজীগঞ্জ সরকারি মডেল পাইলট হাই স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মো. আবু ছাইদ, বলাখাল জেএন উচ্চ বিদ্যালয় অ্যান্ড কারিগরি কলেজের অধ্যক্ষ খোদেজা বেগম, হাজীগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. দেলোয়ার হোসেন ও পৌরসভার শহর সমন্বয় কমিটির সদস্য ডা. পেয়ারা বিল্লাল।

কৃতি শিক্ষার্থীদের পক্ষে বক্তব্য দিয়েছে মিসবাহুল মোকারিরম ও জারিন রহমান। বক্তব্য শেষে প্রধান অতিথির পক্ষে কৃতি শিক্ষার্থীদের হাতে সংবর্ধনার ক্রেস্ট ও সনদপত্র তুলে দেন অতিথিরা।

পৌর প্যানেল মেয়র মোহাম্মদ জাহিদুল ইসলাম আযহার,  পৌরসভার সব কাউন্সিলর, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও সহকারী শিক্ষক, আগত অতিথি, সাংবাদিক, কৃতি শিক্ষার্থী এবং অভিভাবকরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

২০১৭ সাল থেকে হাজীগঞ্জ পৌরসভার আয়োজনে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হচ্ছে।

বাংলাদেশ সময়: ১৯৫১ ঘণ্টা, জানুয়ারি ২৩, ২০২৩
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।