ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

ব‌বি’র হলে হামলা: ৩ ছাত্রলীগ নেতা গ্রেফতার

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫৯ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০২৩
ব‌বি’র হলে হামলা: ৩ ছাত্রলীগ নেতা গ্রেফতার

বরিশাল: বরিশাল বিশ্ববিদ্যালয় (ব‌বি) এর গনিত বিভাগের ছাত্র ও ছাত্রলীগ নেতা মহিউদ্দিন আহমেদ সিফাতকে হলে ঢুকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ও পি‌টিয়ে জখম করার ঘটনায় বিশ্ব‌বিদ্যালয়ের ৩ শিক্ষার্থীকে গ্রেফতার করেছে পু‌লিশ।

গ্রেফতাররা হলেন- বিশ্ব‌বিদ্যালয়ের শিক্ষার্থী আলীম সালেহী, রিয়াজ উদ্দিন মোল্লা ও শামীম সিকদার।

তারা সবাই এ বিশ্ব‌বিদ্যালয়ে ছাত্রলীগের পৃথক গ্রুপের নেতৃত্বে রয়েছে।

বুধবার (১৫ জানুয়ারি) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন বরিশাল মেট্রোপলিটন পুলিশের বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ও‌সি) আসাদুজ্জামান।

তিনি জানান, বিশ্ব‌বিদ্যালয়ে এ হামলার পর আহত শিক্ষার্থী মহিউদ্দিন আহমেদ সিফাত বাদী হয়ে এক‌টি মামলা করেছেন। মামলা‌টিতে ৭ জন নামধারীসহ আরও ৭-৮ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে।  

ও‌সি আসাদুজ্জামান জানান, গোপন সংবাদের ভিত্তিতে শহরের বি‌ভিন্ন অভিযান চালিয়ে ৩ জনকে গ্রেফতার করেছে বন্দর থানা পু‌লিশ। তারা সবাই ওই মামলার এজাহানভুক্ত আসামি। এ ঘটনার সঙ্গে সম্পৃক্ত বাকিদেরও আইনের আওতায় আনার চেষ্টা চলছে।

এ বিষ‌য়ে উপ কমিশনার (দ‌ক্ষিণ) আলী আশরাফ ভূঞা বলেন, কি কারণে এ ঘটনা ঘটেছে এই বিষয়ে আমরা আটককৃত‌দের জিজ্ঞাসাবাদ করছি। আশা করছি মূল ঘটনা দ্রুতই বেরিয়ে আসবে।

উল্লেখ্য, মঙ্গলবার (২৪ জানুয়ারি) ভোর সাড়ে ৫টার দিকে বিশ্ববিদ্যালয়ের শের-ই বাংলা হলের ৪০১৮ নম্বর রুমে হেলমেট পরিহিত একদল যুবক মহিউদ্দিন আহমেদ সিফাতের উপর হামলা করে। এ সময় তাকে বাঁচাতে গিয়ে জিএম ফাহাদ ও একে জিহাদ নামের দুই শিক্ষার্থী আহত হয়। তারা সবাই বরিশাল বিশ্ববিদ্যালয়ের শের-ই বাংলা হলের আবাসিক শিক্ষার্থী। আর হামলাকা‌রীরা বিশ্ব‌বিদ্যালয়ের ছাত্র ও ছাত্রলীগের সংগঠক।  

বাংলাদেশ সময়: ১২৫৪ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০২৩
এমএস/এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।