শাবিপ্রবি (সিলেট): শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) স্নাতক প্রথম বর্ষে ২০২১-২২ সেশনে স্পট ভর্তি কার্যক্রম শুরু হয়েছে।
বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) সকাল থেকে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনে এর ১২১ নম্বর কক্ষে ভর্তি কার্যক্রম শুরু হয়।
ভর্তি কমিটি সূত্র জানায়, স্নাতক প্রথম বর্ষে ‘এ’ ও ‘বি’ ইউনিটে তাৎক্ষণিক সাক্ষাৎকারের ভিত্তিতে শূন্য আসনপূরণের লক্ষ্যে শিক্ষার্থীদের ডাকা হয়েছে।
এতে সকাল ৯টার দিকে 'এ’ ইউনিটে মেধাতালিকা ৮ হাজার ১ থেকে ৯ হাজার ৪০০ পর্যন্ত, দুপুর ২টার দিকে ‘বি’ ইউনিটে মেধাক্রম ১ হাজার ১০১ থেকে ১ হাজার ৬৫০ পর্যন্ত আসন খালি থাকা সাপেক্ষে শিক্ষার্থীদের ভর্তি করানো হবে।
বাংলাদেশ সময়: ১৭৫৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ০২, ২০২৩
এসআরএস