ঢাকা, বৃহস্পতিবার, ২২ কার্তিক ১৪৩১, ০৭ নভেম্বর ২০২৪, ০৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

সাতক্ষীরায় ম্যাটসের শিক্ষার্থীদের সড়ক অবরোধ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ৫, ২০২৩
সাতক্ষীরায় ম্যাটসের শিক্ষার্থীদের সড়ক অবরোধ

সাতক্ষীরা: পাঁচ দফা দাবিতে ক্লাস বর্জন করে সড়ক অবরোধ করে মানববন্ধন করেছে সাতক্ষীরা মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুলের (ম্যাটস) শিক্ষার্থীরা।

রোববার (৫ ফেব্রুয়ারি) সকালে সাতক্ষীরা নলতা মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুলের প্রশাসনিক ভবনে তালা ঝুলিয়ে দেয় শিক্ষার্থীরা।

এরপর সাতক্ষীরা-শ্যামনগর সড়ক অবরোধ করে মানববন্ধন করে তারা।

মানববন্ধনে স্থায়ী শিক্ষক ও স্টাফ নিয়োগ, ফিল্ড ট্রেনিং চালু ও ল্যাব উন্মুক্তকরণ এবং শিক্ষার্থীদের আবাসন ব্যবস্থা নিশ্চিতকরণসহ ৫ দফা দাবি তোলে শিক্ষার্থীরা।  

এক পর্যায়ে সাতক্ষীরা-৩ আসনের সংসদ সদস্য ও সাবেক স্বাস্থ্যমন্ত্রী ডা. আ.ফ.ম রুহুল হক শিক্ষার্থীদের দাবি অনুযায়ী ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন। এতে সড়ক থেকে অবরোধ তুলে নেয় শিক্ষার্থীরা।  

অবরোধ তুলে নিলেও দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেয় তারা।

এসময় কালিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা রহিমা সুলতানা বুশরা ও কালিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মামুন রহমান ঘটনাস্থল পরিদর্শন করে শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন।

বাংলাদেশ সময়: ১৪২৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ৫, ২০২৩
এসএএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।