ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

নকল ধরা পড়লে স্কুলের এমপিও বাতিল: শিক্ষমন্ত্রী

জেলা প্রতিনিধি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪২ ঘণ্টা, এপ্রিল ২৬, ২০১২
নকল ধরা পড়লে স্কুলের এমপিও বাতিল: শিক্ষমন্ত্রী

গাজীপুর: নকল নিয়ে উদ্বেগ প্রকাশ করে শিক্ষামন্ত্রী নূরুল ইসলাম নাহিদ বলেছেন, ‘ছাত্র-ছাত্রীদের লেখাপড়া করে পরীক্ষা কেন্দ্রে যেতে হবে। কোনো শিক্ষার্থী নকল করে ধরা পড়লে ওই স্কুলের এমপিও ও কেন্দ্র বাতিল করা হবে।



বৃহস্পতিবার দুপুরে গাজীপুরে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা ও শিক্ষক প্রশিক্ষণ কেন্দ্রে আড়াই মাসব্যাপী শিক্ষকদের জন্য ব্যাচেলর অব মাদ্রাসা এডুকেশন কোর্সের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

এ কোর্সে দেশের বিভিন্ন মাদ্রাসা থেকে আসা ২৮৯ জন শিক্ষক অংশগ্রহণ করেন।

শিক্ষমন্ত্রী বলেন, ‘দেশের শিক্ষা ক্ষেত্রে বৈষম্য দূর করে বর্তমান সরকার যুগোপযোগী আর্ন্তজাতিক মানের শিক্ষা ব্যবস্থা চালু করতে সমর্থ হয়েছে। ’

অধ্যক্ষ আব্দুল মালেকের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন- মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক প্রফেসর মো. নোমানুর রশিদ, ভূমি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আ ক ম মোজাম্মেল হক এমপি, জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. কাজী শহীদুল্লাহ প্রমুখ।

বাংলাদেশ সময়: ২১১৫ ঘণ্টা, এপ্রিল ২৬, ২০১২
প্রতিবেদন: এ কে এম রিপন আনসারী / সম্পাদনা: শাফিক নেওয়াজ সোহান, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।