ঢাকা, বৃহস্পতিবার, ২২ কার্তিক ১৪৩১, ০৭ নভেম্বর ২০২৪, ০৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

জাবিতে ইফতার সামগ্রী বিতরণ করেছে ইফসা

জাবি করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪৬ ঘণ্টা, মার্চ ৩১, ২০২৩
জাবিতে ইফতার সামগ্রী বিতরণ করেছে ইফসা

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) ক্যাম্পাসের পার্শ্ববর্তী এলাকার সুবিধাবঞ্চিত নিম্ন আয়ের মানুষের মধ্যে ইফতার সামগ্রী বিতরণ করেছে সামাজিক সংগঠন ‘ইয়ুথ ফর সোশ্যাল এইড’ (ইফসা)।  

শুক্রবার (৩১ মার্চ) বিশ্ববিদ্যালয়ের নতুন কলা ও মানবিক অনুষদ ভবনে ইফতার সামগ্রী বিতরণ করা হয়।

 

এ সময় ৩৫টি পরিবারের প্রতিটি পরিবারকে ছোলা, চিড়া, চিনি, সেমাই, খেজুর, নুডুলস, মুড়ি দেওয়া হয়।  

ইফসা’র জাবি শাখার সভাপতি মো. হাবিবুর রহমান বলেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, শুভাকাঙ্ক্ষী ও সংগঠনের সদস্য কর্তৃক আর্থিক সহযোগিতায় আমরা এই কার্যক্রম পরিচালনা করে থাকি। এরই ধারাবাহিকতায় এবারও এ ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। পরবর্তীতে আবারও খাদ্য সামগ্রী বিতরণ করা হবে বলে জানান তিনি।  

ইফতার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের অধ্যাপক সুকল্যাণ কুমার কুণ্ড, বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক রেজওয়ানা আবেদীন, ইফসার কেন্দ্রীয় সদস্য আশিক আল অনিক, জাবি শাখার সাবেক সভাপতি আবু নাহিয়ান, সংগঠনের জাবি শাখার সাধারণ সম্পাদক মো. মনিরুজ্জামান ও সংগঠনের সদস্য।  

বাংলাদেশ সময়:১৯৪৪ ঘণ্টা, মার্চ ৩১, ২০২৩
এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।