ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

ঢাবিতে নিউক্লিয়ার ফেস্ট ও রিসার্চ ফেয়ার শুরু

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪০ ঘণ্টা, মে ১৬, ২০২৩
ঢাবিতে নিউক্লিয়ার ফেস্ট ও রিসার্চ ফেয়ার শুরু

ঢাকা বিশ্ববিদ্যালয়: ঢাকা বিশ্ববিদ্যালয়ে নিউক্লিয়ার ফেস্ট ও রিসার্চ ফেয়ারের উদ্বোধন করা হয়েছে।  

মঙ্গলবার (১৬ মে) বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা কেন্দ্রের জিমনেসিয়ামে নিউক্লিয়ার ইঞ্জিনিয়ারিং বিভাগ কর্তৃক আয়োজিত এ ফেস্টের উদ্বোধন করেন ঢাবি উপাচার্য অধ্যাপক ড. মো আখতারুজ্জামান।

 

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি অনুষদের ডিন অধ্যাপক ড. হাফিজ মো. হাসান বাবু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ, নিউক্লিয়ার ইঞ্জিনিয়ারিং বিভাগের ফাউন্ডার চেয়ারম্যান অধ্যাপক ড. খোরশেদ আহমদ কবির, রূপপুর নিউক্লিয়ার পাওয়ার প্লান্ট প্রোজেক্টের প্রকল্প পরিচালক ড. মো শৌকত আকবর ও বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের চেয়ারম্যান ড. অশোক কুমার।
 
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের নিউক্লিয়ার ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারম্যান ড. আফরোজা শেলী।

আয়োজনের সঙ্গে সম্পৃক্ত সবাইকে ধন্যবাদ জানিয়ে ঢাবি উপাচার্য বলেন, এ ধরনের প্রক্রিয়ার মাধ্যমে শিক্ষার্থীরা শিখবে। এটি অব্যাহত রাখতে হবে। ২০২২ সালে আমরা প্রথমবারের মতো রিসার্চ ফেয়ারের আয়োজন করি। এর মূল উদ্দেশ্য হলো ইন্ডাস্ট্রি-অ্যাকাডেমিয়া মেলবন্ধন করা। এ ধরনের আয়োজনে যারা আসবেন তারা আপনাদের গবেষণা সম্পর্কে জানবেন।

অধ্যাপক সামাদ বলেন, এসব কাজের মধ্য দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সুনাম ছড়িয়ে পড়বে।

আয়োজকরা জানান, ফেস্টে বিভাগের তৃতীয় বর্ষ থেকে মাস্টার্স পর্যন্ত অধ্যয়নরত শিক্ষার্থীদের উদ্ভাবনী বিভিন্ন আইডিয়া উপস্থাপন করা হয়েছে।  

এছাড়া আন্তর্জাতিক জার্নালে প্রকাশিত নিবন্ধসমূহ তুলে ধরা হয়েছে।

বাংলাদেশ সময়: ১১৩৮ ঘণ্টা, মে ১৬, ২০২৩
এসকেবি/এসআইএস 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।