ঝিনাইদহ: মাধ্যমিক শিক্ষা জাতীয়করণের দাবিতে ঝিনাইদহে মানববন্ধন কর্মসূচী পালন করেছে বাংলাদেশ শিক্ষা সমিতি ঝিনাইদহ জেলা শাখা।
মঙ্গলবার (১২ জুন) সকালে ঝিনাইদহে শহরের কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে এ কর্মসূচীর আয়োজন করা হয়।
এ সময় বক্তারা বলেন, শিক্ষা ব্যবস্থা জাতীয়করণ, শিক্ষক-কর্মচারীদের অবসর গ্রহণের ৬ মাসের মধ্যে অবসর সুবিধা ও কল্যাণ ট্রাস্টের পাওনা পরিশোধসহ কয়েকদফা দাবি তুলে ধরেন। ২০২৩-২৪ অর্থ বছরের জাতীয় বাজেট পাশের পূর্বেই মাধ্যমিক শিক্ষা জাতীয়করণের ঘোষণা না দিলে আগামী ১১ জুলাই থেকে জাতীয় প্রেসক্লাবের সামনে লাগাতার কর্মসূচীর পালন করা হবে বলে হুশিয়ারি দেন তারা।
মানববন্ধন বক্তব্য দেন- সংগঠনটির কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মহি উদ্দীন, শিক্ষক নেতা মুহাম্মদ আব্দুল মমিন, আলমগীর হোসেন, শাহানাজ পারভীন মুন্নী, অধ্যক্ষ মাসুদ করিম, ইব্রাহিম খলিল, আব্দুর রাজ্জাক, নাজমুল হাসান ও নজরুল ইসলাম।
বাংলাদেশ সময়: ১৩৩৪ ঘণ্টা, জুন ১৩, ২০২৩
এসএম