ঢাকা, শুক্রবার, ২৩ কার্তিক ১৪৩১, ০৮ নভেম্বর ২০২৪, ০৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

জাবির প্রভোস্ট কমিটির নতুন সভাপতি অধ্যাপক নিগার

জাবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫১ ঘণ্টা, জুন ২০, ২০২৩
জাবির প্রভোস্ট কমিটির নতুন সভাপতি অধ্যাপক নিগার অধ্যাপক নিগার সুলতানা

জাবি: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) প্রভোস্ট কমিটির নতুন সভাপতি হিসেবে মার্কেটিং বিভাগের অধ্যাপক নিগার সুলতানাকে নিয়োগ দেওয়া হয়েছে।
মঙ্গলবার (২০ জুন) বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন অধ্যাপক নিগার সুলতানা।

নতুন দায়িত্বপ্রাপ্তির কথা জানিয়ে অধ্যাপক নিগার সুলতানা বলেন, প্রভোস্ট কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছি। আমার ওপর যে দায়িত্ব দেওয়া হয়েছে, আমি তা সঠিকভাবে পালনের চেষ্টা করব। আমার যে মেধা, অভিজ্ঞতা আছে -সেটা কাজে লাগিয়ে বিশ্ববিদ্যালয়ের চলমান সমস্যাগুলো সবাইকে সঙ্গে নিয়ে সমাধানের চেষ্টা করব। এজন্য বিশ্ববিদ্যালয় সংশ্লিষ্ট সবার দোয়া ও সহযোগিতা চাই।

উল্লেখ্য, জাবির বিজনেস স্টাডিজ অনুষদের প্রথম অধ্যাপক নিগার সুলতানা। এর আগে তিনি বিশ্ববিদ্যালয়ের নওয়াব ফয়জুন্নেসা হলের প্রভোস্ট ও শেখ হাসিনা হলের হাউজ টিউটরের দায়িত্ব পালন করেন। এছাড়া ২০১১-১৪ সাল পর্যন্ত মার্কেটিং বিভাগের সভাপতির দায়িত্ব পালন করেন। বর্তমানে তিনি বিশ্ববিদ্যালয়ের ১৭ নম্বর ছাত্রী হলের প্রভোস্টের দায়িত্বে আছেন।  

বাংলাদেশ সময়: ১৫৫০ ঘণ্টা, জুন ২০, ২০২৩
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

শিক্ষা এর সর্বশেষ