জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মো. রেজাউল করিমকে বিভাগের সভাপতির দায়িত্ব দেওয়া হয়েছে।
রোববার (৯ জুলাই) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার আবু হাসানের সই করা এক অফিস আদেশে বিষয়টি জানানো হয়।
অফিস আদেশে আবু হাসান বলেন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় অ্যাক্ট-১৯৭৩ এর প্রথম স্ট্যাটিউটের ৯(১) ধারাবলে কর্তৃপক্ষের নির্দেশক্রমে বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মো. রেজাউল করিমকে বিভাগের সভাপতি নিয়োগ করা হলো। আগামী ১৭ জুলাই থেকে তিন বছরের জন্য তিনি এ দায়িত্ব পালন করবেন।
দায়িত্বে থাকাকালীন তিনি প্রচলিত নিয়মে সুবিধাদি ভোগ করবেন বলে জানান আবু হাসান।
বাংলাদেশ সময়: ১৪৩৫ ঘণ্টা, জুলাই ০৯, ২০২৩
এমএইচএস