ঢাকা, সোমবার, ২২ পৌষ ১৪৩১, ০৬ জানুয়ারি ২০২৫, ০৫ রজব ১৪৪৬

শিক্ষা

জাবি শিক্ষার্থী জাহিদকে বাঁচাতে এগিয়ে আসুন

জাবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৭ ঘণ্টা, জুলাই ২১, ২০২৩
জাবি শিক্ষার্থী জাহিদকে বাঁচাতে এগিয়ে আসুন

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) সরকার ও রাজনীতি বিভাগের ৪৫তম ব্যাচের শিক্ষার্থী ও মওলানা ভাসানী হলের আবাসিক ছাত্র জাহিদ হাসান শেখ রেক্টাল ক্যান্সারে আক্রান্ত। তার চিকিৎসার জন্য প্রায় ২০ লাখ টাকার প্রয়োজন।

জাহিদের সহপাঠিরা জানান, গত একমাস যাবত ইবনে সিনা ও বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের বিশেষজ্ঞ ডাক্তারদের বিভিন্ন পরীক্ষার মাধ্যমে জানা গেছে জাহিদ রেক্টাল ক্যান্সারে আক্রান্ত। এটি গ্রেড থ্রি রেক্টাল ক্যান্সার ও কোনো দেরি না করে অতিদ্রুত সুচিকিৎসা ব্যবস্থা করার মাধম্যে এই ক্যান্সারকে জয় করা সম্ভব। ইতোমধ্যে দেশে ও ইন্ডিয়ার বিশেষজ্ঞ ডাক্তারদের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। তাদের পরামর্শ অনুযায়ী খুব দ্রুতই চেন্নাইয়ের বিখ্যাত সিএমসি হাসপাতালে জাহিদের চিকিৎসা শুরু করা হবে।  

তারা আরও জানান, জাহিদ অল্প বয়সে রোড এক্সিডেন্টে তার মাকে হারান। তৃতীয় বর্ষে পড়ার সময় দুরারোগ্য ক্যান্সারে তার বাবাকেও হারিয়েছেন। জাহিদ পরিবারের বড় সন্তান ও একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। জাহিদের চিকিৎসার জন্য প্রায় ২০ লাখ টাকার প্রয়োজন। যা জাহিদের একার পক্ষে জোগাড় করা একেবারেই অসম্ভব। তাই তিনি তাকিয়ে আছেন সমাজের বিত্তবান মানুষের দিকে। তাদের একটু সহানুভূতি বাঁচিয়ে তুলতে পারে জাহিদকে।

জাহিদকে সাহায্য পাঠানোর ঠিকানা:

বিকাশ (পার্সোনাল)
01781124595
01632052595
01687038535

রকেট (পার্সোনাল)
01632052595-3
01687038535-2
01781124595-2

নগদ (পার্সোনাল)
01632052595
01687038535
01781124595

ব্যাংক একাউন্ট: অ্যাকাউন্ট নাম্বার: ১৩৭১০৫০০৩৩৪৮৪
ইজাজ আহমেদ
ডাচ্ বাংলা ব্যাংক, সাভার বাজার শাখা
রাউটিং নাম্বার- ০৯০২৬৪১২২

অ্যাকাউন্ট নাম্বার: ০২০০০১২৪৯৯৯৪৫
মো. আল মাহমুদ মুন্না
অগ্রণী ব্যাংক, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা
রাউটিং নাম্বার- ১০০২৬২২৬৭

বাংলাদেশ সময়: ১৫২৬ ঘণ্টা, জুলাই ২১, ২০২৩
এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।