ঢাকা, শনিবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

ডিজিটাল মনিটরিং সিস্টেম: অনুপস্থিত ৩৪ শিক্ষক-কর্মচারীকে শোকজ

স্পেশাল করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১০৮ ঘণ্টা, জুলাই ২৪, ২০২৩
ডিজিটাল মনিটরিং সিস্টেম: অনুপস্থিত ৩৪ শিক্ষক-কর্মচারীকে শোকজ

ঢাকা: কর্মস্থলে অনুপস্থিত ৩৪ জন শিক্ষক-কর্মচারীকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)। জুন মাসে পরিদর্শনকালীন অননুমোদিতভাবে তাদের অনুপস্থিতির প্রমাণ পায় মাউশি।

রোববার (২৩ জুলাই) অধিদপ্তর থেকে তাদের শোকজ করে চিঠি দেওয়া হয়েছে।

এতে বলা হয়, অধিদপ্তরের ডিজিটাল মনিটরিং সিস্টেমের মাধ্যমে পরিদর্শনের প্রতিবেদন অধিদপ্তরের মনিটরিং অ্যান্ড ইভ্যালুয়েশন উইং থেকে পাঠানো প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

চিঠিতে অনুমোদনহীনভাবে প্রতিষ্ঠানে অনুপস্থিত থাকার বিষয়ে সুস্পষ্ট কারণে আগামী ৫ কর্ম দিবসের মধ্যে স্ব স্ব জেলা শিক্ষা অফিসে স্ব-শরীরে উপস্থিত হয়ে দাখিল করার জন্য নির্দেশ দেওয়া হয়।  

বাংলাদেশ সময়: ০১০৭ ঘণ্টা, জুলাই ২৪, ২০২৩
এমআইএইচ/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।