ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

মনিপুর স্কুলে পাসের হার ৯১.৬০, জিপিএ-৫ পেয়েছে ১২৪৮ জন

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৫ ঘণ্টা, জুলাই ২৮, ২০২৩
মনিপুর স্কুলে পাসের হার ৯১.৬০, জিপিএ-৫ পেয়েছে ১২৪৮ জন

ঢাকা: রাজধানীর মনিপুর উচ্চ বিদ্যালয়ে কলেজে এ বছর এসএসসি পরীক্ষায় পাসের হার ৯১.৬০ শতাংশ, জিপিএ-৫ পেয়েছে এক হাজার ২৪৮ জন শিক্ষার্থী।

শুক্রবার (২৮ জুলাই) ফলাফল প্রকাশের পর প্রতিষ্ঠানের তিন শাখার ফলাফলের তথ্য জানিয়েছেন প্রতিষ্ঠানটির প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) মো. জাকির হোসেন।

জাকির হোসেন জানান, ২০২৩ সালে মনিপুর স্কুলে মোট পরীক্ষার্থী ছিল তিন হাজার ৮৮৬ জন। অনুপস্থিত ছয় জন। পরীক্ষা দিয়েছে তিন হাজার ৮৮০ জন। পাস করেছে তিন হাজার ৫৫৪ জন। পাসের হার ৯১.৬০ এবং জিপিএ-৫ পেয়েছে এক হাজার ২৪৮ জন। জিপিএ-৫ পাওয়ার হার ৩২.১৬।

এসএসসি পরীক্ষায় যারা ভালো ফলাফল করেছে সবাইকে অভিনন্দন জানিয়েছেন জাকির হোসেন।  

তবে স্কুলের এমন সাফল্যে সন্তুষ্ট নন অনেক অভিভাবক। তাদের একজন বাংলানিউজকে বলেন, এবার ভালো রেজাল্ট হয়নি। জিপিএ-৫-ও অনেক কম। সারা বছর শিক্ষকরা রাজনীতি করার প্রভাব শিক্ষার্থীদের ওপর পড়েছে।

২০২৩ সালের এসএসসি ও সমমানের পরীক্ষায় এ বছর পাস করেছে ৮০ দশমিক ৩৯ শতাংশ শিক্ষার্থী। জিপিএ-৫ পেয়েছে ১ লাখ ৮৩ হাজার ৫৭৮ জন।

বাংলাদেশ সময়: ১৫৩৪ ঘণ্টা, জুলাই ২৮, ২০২৩
এমআইএইচ/এসআইএস 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।