ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

শিক্ষা

দাবি আদায়ে অনড় সাত কলেজের শিক্ষার্থীরা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪২ ঘণ্টা, আগস্ট ২২, ২০২৩
দাবি আদায়ে অনড় সাত কলেজের শিক্ষার্থীরা

ঢাকা: অনার্স ও মাস্টার্স পরীক্ষায় সিজিপিএ সিস্টেম শিথিল করে অকৃতকার্য বিষয়ে মানোন্নয়ন পরীক্ষার মাধ্যমে পরবর্তী বর্ষে প্রমোশন দেওয়ার দাবিতে অবরোধ কর্মসূচি পালন করছেন সাত কলেজের শিক্ষার্থীরা।

মঙ্গলবার (২২ আগস্ট) দুপুর থেকে এ কর্মসূচি পালন করছেন তারা।

আন্দোলনরত ঢাকা কলেজের শিক্ষার্থী শাহরিয়ার বাংলানিউজকে বলেন, আমরা আজকে সন্ধ্যা পর্যন্ত কর্মসূচি পালন করব। আগামীকালকে আবার কর্মসূচি ঠিক করব।

কর্তৃপক্ষের সঙ্গে কোন ধরনের আলোচনা হয়েছে কি না জানতে চাইলে তিনি বলেন, ইডেন কলেজের অধ্যক্ষের প্রতিনিধি এসেছিলেন। আমরা বলেছি, আমাদের এক দফা দাবি মানতে হবে। তারপর আমরা আন্দোলন থেকে সরে আসব।

আন্দোলনকারী এই শিক্ষার্থী আরও বলেন, আমাদের অনেক দেরি করে রেজাল্ট দেওয়া হয়। এজন্য আমরা কয়েকটা বিষয়ে ফেল করলে সেগুলো যেন মানোন্নয়ন পরীক্ষা দিয়ে প্রমোশনের সুযোগ দেওয়া হয়। এটা নিয়ে আমাদের সব অধ্যক্ষ লিখিত সুপারিশও করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে।

বাংলাদেশ সময় ঘণ্টা আগস্ট ২২,২০২৩
এসকেবি/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।