ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

শিক্ষা

লক্ষ্মীপুরে স্কুল মিল্ক কর্মসূচি চালু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২৮ ঘণ্টা, সেপ্টেম্বর ৫, ২০২৩
লক্ষ্মীপুরে স্কুল মিল্ক কর্মসূচি চালু

লক্ষ্মীপুর: ‘শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশে সব শিশু দুধ পাবে অনায়াসে’- এ প্রতিপাদ্যকে সামনে রেখে লক্ষ্মীপুরে স্কুল মিল্ক কর্মসূচি চালু করা হয়েছে।  

মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে চাঁদখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ কর্মসূচির উদ্বোধন করেন লক্ষ্মীপুর জেলা প্রশাসক সুরাইয়া জাহান।

 

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আরিফুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এ কে এম সালাহ উদ্দিন টিপু, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) ডা. মাহমুদা সুলতানা, প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডা. মহিউদ্দিন তুহিনসহ অনেকে।  

অনুষ্ঠানে চাঁদখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১০৬ জন শিক্ষার্থীকে দুধ পান করানো হয়। প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্পের (এলডিডিপি) অর্থায়নে এ প্রাথমিক বিদ্যালয়ের ১১৮ জন শিক্ষার্থীকে ২০২৫ সাল পর্যন্ত বিনামূল্যে প্যাকেটজাত তরল দুধ পান করানো হবে।

বাংলাদেশ সময়: ১৯২৬ ঘণ্টা, সেপ্টেম্বর ০৫, ২০২৩
এসআই
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।