ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

শিক্ষা

বঙ্গবন্ধুর ভাবনা শিক্ষার্থীদের কাছে তুলে ধরার আহ্বান খাদ্যমন্ত্রীর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট     | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪৭ ঘণ্টা, অক্টোবর ২৭, ২০২৩
বঙ্গবন্ধুর ভাবনা শিক্ষার্থীদের কাছে তুলে ধরার আহ্বান খাদ্যমন্ত্রীর বক্তব্য দিচ্ছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার

নওগাঁ: খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছেন, বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখনই রাষ্ট্র ক্ষমতায় এসেছেন, তখনই দেশের সার্বিক উন্নয়নের সঙ্গে শিক্ষা ব্যবস্থারও উন্নয়ন হয়েছে। নতুন প্রজন্মকে স্মার্ট নাগরিক হিসেবে গড়ে তুলতে শিক্ষক সমাজের ভূমিকা গুরুত্বপূর্ণ।

তাই শিক্ষকদের প্রতি বঙ্গবন্ধুর শিক্ষা-ভাবনা শিক্ষার্থীদের কাছে তুলে ধরার জন্য আহ্বান জানাই।  

শুক্রবার (২৭ অক্টোবর) দুপুরে নওগাঁর নিয়ামতপুর উপজেলার বহুমুখি মডেল উচ্চ বিদ্যালয় মাঠে ‘বঙ্গবন্ধুর শিক্ষা-ভাবনা ও শিক্ষকের করণীয়’ শীর্ষক মতবিনিময় সভায় মন্ত্রী এসব কথা বলেন।

প্রধান অতিথির বক্তব্যে খাদ্যমন্ত্রী বলেন, মহান স্বাধীনতা সংগ্রামে শিক্ষকদের ভূমিকা ছিল অগ্রগণ্য। স্মার্ট বাংলাদেশ বিনির্মাণেও তাঁরা (শিক্ষকরা) অগ্রণী ভূমিকা রাখবেন।  

এ সময় শিক্ষকদের শিক্ষার্থীদের ডিজিটাল লিটারেসি শিক্ষা দেওয়ার পাশাপাশি নৈতিকতা শিক্ষা দেওয়ার আহ্বানও জানান সাধন চন্দ্র মজুমদার।

নিয়ামতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইমতিয়াজ মোর্শেদের সভাপতিত্বে এ সময় বক্তব্য দেন রাজশাহী অঞ্চলের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা পরিচালক মাহবুবুর রহমান, নওগাঁর জেলা শিক্ষা অফিসার লুৎফর রহমানসহ প্রমুখ।

বাংলাদেশ সময়: ২০৪৫ ঘণ্টা, অক্টোবর ২৭, ২০২৩
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।