ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

রাবি ভর্তি পরীক্ষা মার্চে, ‘সেকেন্ড টাইম’ সুযোগ থাকছে এবারও

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২১ ঘণ্টা, ডিসেম্বর ১৩, ২০২৩
রাবি ভর্তি পরীক্ষা মার্চে, ‘সেকেন্ড টাইম’ সুযোগ থাকছে এবারও

রাজশাহী: রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক ও স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তি পরীক্ষার সময় চূড়ান্ত করা হয়েছে। আগামী নতুন বছরের ৫, ৬ ও ৭ মার্চ এই ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

ভর্তি উপ-কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

সোমবার (১১ ডিসেম্বর) দুপুর ১২টায় রাবি উপাচার্য প্রফেসর গোলাম সাব্বির সাত্তারের সভাপতিত্বে ওই সভাটি অনুষ্ঠিত হয়।

জানতে চাইলে রাবি জনসংযোগ দপ্তরের প্রশাসক প্রফেসর ড. প্রদীপ কুমার পাণ্ডে বলেন, ভর্তি উপকমিটির ওই সভার সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ৮ থেকে ১৭ জানুয়ারি পর্যন্ত প্রাথমিক আবেদনপত্র জমা নেওয়া হবে। আর গত বছরের মত এবারও দ্বিতীয়বার ভর্তির সুযোগ রাখা হয়েছে। ভর্তি সংক্রান্ত বাকি তথ্য পরে জানানো হবে।

উল্লেখ্য, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গত ২০২১-২২ ও ২০২২-২৩ শিক্ষাবর্ষেও সেকেন্ড টাইম ভর্তি পরীক্ষা দেওয়ার সুযোগ ছিল।

বাংলাদেশ সময়: ২০২০ ঘণ্টা, ডিসেম্বর ১৩, ২০২৩
এসএস/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।