ঢাকা, শুক্রবার, ২২ কার্তিক ১৪৩১, ০৮ নভেম্বর ২০২৪, ০৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

চাঁদপুরে ২ বিদ্যালয়ের শিক্ষার্থীরা পেল বাইসাইকেল

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২৬ ঘণ্টা, ডিসেম্বর ১৪, ২০২৩
চাঁদপুরে ২ বিদ্যালয়ের শিক্ষার্থীরা পেল বাইসাইকেল

চাঁদপুর: চাঁদপুর সদর উপজেলার মৈশাদী ইউনিয়নের বীর প্রতীক মমিন উল্যাহ পাটওয়ারী একাডেমি এবং হামানকর্দি পল্লী মঙ্গল উচ্চ বিদ্যালয়ের ৩৫ জন শিক্ষার্থীর মধ্যে বাইসাইকেল বিতরণ করা হয়েছে।  

বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) দুপুরে ইউনিয়ন পরিষদ (ইউপি) প্রাঙ্গণে জেলা পরিষদের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে ৩৫টি বাইসাইকেল দেওয়া হয়।

 

এ সময় শিক্ষার্থীদের হাতে বাইসাইকেল তুলে দেন এবং প্রধান অতিথির বক্তব্য দেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. মনোয়ার হোসেন।

বিশেষ অতিথির বক্তব্য দেন জেলা পরিষদের সহকারী প্রকৌশলী মো. ইকবাল হোসেন ও জেলা পরিষদ সদস্য মো. মনিরুজ্জামান মানিক।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মৈশাদি ইউপি চেয়ারম্যান মো. নুরুল ইসলাম পাটওয়ারী।  

এ সময় ইউপি সদস্য, শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৪২৫ ঘণ্টা, ডিসেম্বর ১৪, ২০২৩
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

শিক্ষা এর সর্বশেষ