ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

শিক্ষা

অননুমোদিতভাবে অনুপস্থিত ১১২ শিক্ষক-কর্মচারী, কারণ জানাতে নির্দেশ

স্পেশাল করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯০৮ ঘণ্টা, জানুয়ারি ২৩, ২০২৪
অননুমোদিতভাবে অনুপস্থিত ১১২ শিক্ষক-কর্মচারী, কারণ জানাতে নির্দেশ

ঢাকা: অননুমোদিতভাবে স্কুলে অনুপস্থিত থাকায় ১১২ শিক্ষককে স্ব স্ব জেলা শিক্ষা অফিসে স্ব-শরীরে উপস্থিত হয়ে কারণ জানাতে নির্দেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর। সোমবার (২২ জানুয়ারি) অধিদপ্তর থেকে এ সংক্রান্ত নির্দেশনা সংশ্লিষ্টদের পাঠানো হয়েছে।

 

এতে বলা হয়, মাউশির অধীন মাঠপর্যায়ের কর্মকর্তারা ডিজিটাল মনিটরিং সিস্টেমের মাধ্যমে পূর্বঘোষণা ছাড়াই গত বছরের নভেম্বর মাসে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান পরিদর্শন করে প্রতিবেদন দেন। মাউশির পরিবীক্ষণ ও মূল্যায়ন শাখার মাধ্যমে এ প্রতিবেদন পায় মাউশি প্রশাসন। তাতে দেখা যায়, পরিদর্শনের সময় ১১২ জন শিক্ষক-কর্মচারী অননুমোদিতভাবে অনুপস্থিত ছিলেন।

নির্দেশনায় প্রাপ্ত পরিদর্শন প্রতিবেদনের আলোকে পরিদর্শনকালীন অননুমোদিতভাবে প্রতিষ্ঠানে অনুপস্থিত থাকার বিষয়ে সুষ্পষ্ট কারণ আগামী পাঁচ কর্মদিবসের মধ্যে স্ব স্ব জেলা শিক্ষা অফিসে স্ব-শরীরে উপস্থিত হয়ে দাখিল করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।

বাংলাদেশ সময়: ০৯০০ ঘণ্টা, জানুয়ারি ২৩, ২০২৪
এমআইএইচ/আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

শিক্ষা এর সর্বশেষ