ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

বাবার দাফন শেষে পরীক্ষায় অংশ নিলো পূর্ণ 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ২২, ২০২৪
বাবার দাফন শেষে পরীক্ষায় অংশ নিলো পূর্ণ  আবনি নাসরিন পূর্ণ

কিশোরগঞ্জ: কিশোরগঞ্জ: কিশোরগঞ্জের কটিয়াদীতে বাবার দাফন শেষে চলমান এসএসসি পরীক্ষায় অংশ নিয়ে ইংরেজি দ্বিতীয়পত্রের পরীক্ষা দিয়েছে মেয়ে আবনি নাসরিন পূর্ণ।

বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) কটিয়াদী উপজেলার কটিয়াদী সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের পরীক্ষা কেন্দ্রে এ ঘটনা ঘটে।

পূর্ণ কটিয়াদীর পশ্চিমপাড়া এলাকার ব্যবসায়ী মৃত ফজলুর রহমান ওরফে দুদু মিয়ার মেয়ে। সে কটিয়াদী সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী।  

জানা গেছে, কটিয়াদীর পশ্চিমপাড়া এলাকার ব্যবসায়ী ফজলুর রহমান ওরফে দুদু মিয়া গত বুধবার (২১ ফেব্রুয়ারি) হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। পরদিন বৃহস্পতিবার সকালে তার দাফন সম্পন্ন হয়। এদিন নিহত ফজলুর রহমানের মেয়ে পূর্ণের চলমান এসএসসি ইংরেজি দ্বিতীয়পত্র পরীক্ষা ছিল। বাবার মৃত্যুর শোকের মধ্যেই মেয়ে পূর্ণ অংশ নেয় পরীক্ষায়। আদরের মেয়ে এসএসসি পরীক্ষার্থীর ভালো রেজাল্ট দেখে যেতে পারলেন না বাবা ফজলুর রহমান।

কটিয়াদী সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বদিউল আলম মাহফুজ বলেন, পূর্ণ আমার শিক্ষাপ্রতিষ্ঠানের একজন ভালো শিক্ষার্থী। তার বাবার মৃত্যুতে আমরাও শোকাহত।  সে সুন্দরভাবেই পরীক্ষা দিয়েছে।

বাংলাদেশ সময়: ২০০২ ঘণ্টা, ফেব্রুয়ারি ২২, ২০২৪
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।