ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

অধ্যাপক ড. শহীদুল্লাহকে রাবির আইবিএসর পরিচালক নিযুক্ত

রাবি প্রতিনিধি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২১৪ ঘণ্টা, জুলাই ২৭, ২০১২

রাবি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) গবেষণা প্রতিষ্ঠান ইনস্টিটিউট অব বাংলাদেশ স্টাডিজের (আইবিএস) পরিচালক পদে বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক ড. শহীদুল্লাহকে নিয়োগ দেয়া হয়েছে।

শুক্রবার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এম আবদুস সোবহান বাংলানিউজকে জানান, তিন বছরের জন্য তাঁকে এই পদে নিয়োগ দেয়া হয়।



ড. মোহাম্মদ শহীদুল্লাহ পাবনা সদর থানার হলুদ বাড়িয়া গ্রামে মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন।

১৯৭২ সালে পাবনা জিলা স্কুল থেকে কৃতিত্বের সঙ্গে এসএসসি পাশ করে ১৯৭৪ সালে পাবনা সরকারি এডওয়ার্ড কলেজ থেকে এইচএসসি পাশ করে তিনি।

১৯৭৭ সালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগ থেকে অনার্স এবং ১৯৭৮ সালে একই বিভাগ থেকে মাস্টার্স পাস করেন।  

১৯৮৩ সালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগে প্রভাষক পদে যোগ দেন।

এছাড়া তিনি অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, ভারত ও আমেরিকা থেকে উচ্চশিক্ষা নেন।

অধ্যাপক ড. শহীদুল্লাহ দীর্ঘদিন ধরে শিক্ষকতার পাশাপাশি বিভাগীয় চেয়ারম্যান, কলা অনুষদের ডিন, সিনেট সদস্য, শিক্ষা পরিষদ সদস্য, বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সদস্যসহ ৪ বছর একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ইংরেজি বিভাগের প্রধানের দায়িত্ব পালন করেছেন।

বাংলাদেশ সময়: ২১৪১ ঘণ্টা, জুলাই ২৭, ২০১২
সম্পাদনা: ফরহাদ খান

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।