ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

শিক্ষা

বিপ্লবী ছাত্রমৈত্রীর ঢাবি শাখার কমিটি ঘোষণা

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮১৯ ঘণ্টা, মার্চ ৬, ২০২৪
বিপ্লবী ছাত্রমৈত্রীর ঢাবি শাখার কমিটি ঘোষণা

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি): বিপ্লবী ছাত্রমৈত্রীর ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখার ১১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি হিসেবে নূজিয়া হাসিন রাশা এবং সাধারণ সম্পাদক হিসেবে সামি আব্দুল্লাহ্ পদ পেয়েছেন।

 

মঙ্গলবার (৫ মার্চ) শহীদ মুনীর চৌধুরী মিলনায়তনে সংগঠনটির ৫ম কাউন্সিল অধিবেশনে এ কমিটি ঘোষণা করা হয়। কমিটিতে সহসভাপতি পদে ফারিয়া ইসলাম এবং সাংগঠনিক সম্পাদক পদে জাহিদুল ইসলাম রিয়াদ রয়েছেন।

এছাড়া রাজনৈতিক শিক্ষা ও সংস্কৃতিবিষয়ক সম্পাদক পদে রাকিব হুসাইন, অর্থ ও দপ্তরবিষয়ক সম্পাদক পদে আবু মুজাহিদ এবং সদস্য হিসেবে জাবির আহমেদ জুবেল, অনির্বাণ মৈত্র, তারেক আহমেদ দায়িত্ব পেয়েছেন। সহ-সম্পাদক ও সদস্য পদে পরবর্তীতে দুইজনকে সংযোজন করা হবে।  

এর আগে দুপুর ১২টায় ছাত্র মৈত্রীর ৫ম কাউন্সিল অনুষ্ঠিত হয়। এটি উদ্বোধন করেন ছাত্র মৈত্রী কেন্দ্রীয় কমিটির সভাপতি সাদেকুল ইসলাম সোহেল।

বাংলাদেশ সময়: ০৮১৬ ঘণ্টা, মার্চ ০৬, ২০২৪
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।