ঢাকা, বৃহস্পতিবার, ৮ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

শিক্ষা

বুয়েটের টার্ম পরীক্ষা স্থগিত

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৪৬ ঘণ্টা, এপ্রিল ২০, ২০২৪
বুয়েটের টার্ম পরীক্ষা স্থগিত

ঢাকা: ছাত্র রাজনীতির বিরুদ্ধে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থীদের আন্দোলনের পরিপ্রেক্ষিতে পূর্বনির্ধারিত টার্ম ফাইনাল পরীক্ষা স্থগিত করেছে বুয়েট প্রশাসন।  

শনিবার (২০ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সত্যপ্রসাদ মজুমদারের সভাপতিত্বে অনুষ্ঠিত একাডেমিক কাউন্সিলের সভায় এ সিদ্ধান্ত হয়।

 

একাডেমিক কাউন্সিলের একাধিক সদস্য বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।  

নাম প্রকাশ না করার শর্তে এক সদস্য বলেন, ক্যাম্পাসে ছাত্রলীগের সভাপতি সাদ্দামের প্রবেশকে কেন্দ্র করে শিক্ষার্থীরা ছয় দফা দাবিতে আন্দোলনে করেন। তাদের কয়েকটি দাবি পূরণ করা হয়েছে।  

তিনি বলেন, আন্দোলন শুরু হওয়ার আগেই একাডেমিক ক্যালেন্ডার অনুযায়ী শিক্ষার্থীদের বিভিন্ন ব্যাচের পরীক্ষা ছিল। তবে আন্দোলন শুরু হওয়ার পর নিয়ম অনুযায়ী পরীক্ষা অনুষ্ঠিত হলেও শিক্ষার্থীরা পরীক্ষায় অংশ নেননি। তাই একাডেমিক কাউন্সিলের আলোচনার ভিত্তিতে সামনের পূর্বনির্ধারিত পরীক্ষাগুলো স্থগিত করা হয়েছে।

বাংলাদেশ সময়: ২৩৪৫ ঘণ্টা, এপ্রিল ২০, ২০২৪
আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

শিক্ষা এর সর্বশেষ