ঢাকা, সোমবার, ৬ জ্যৈষ্ঠ ১৪৩১, ২০ মে ২০২৪, ১১ জিলকদ ১৪৪৫

শিক্ষা

তাপদাহে জবির ক্লাস অনলাইনে, পরীক্ষা স্থগিত

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০০ ঘণ্টা, এপ্রিল ২১, ২০২৪
তাপদাহে জবির ক্লাস অনলাইনে, পরীক্ষা স্থগিত

জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি): তীব্র তাপদাহের কারণে চলতি সপ্তাহে অনলাইনে ক্লাস নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়। এ সময় সব পরীক্ষা স্থগিত থাকবে।

রোববার (২১ এপ্রিল) উপাচার্য অধ্যাপক ড. সাদেকা হালিমের সভাপতিত্বে জরুরি সভা শেষে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. আইনুল ইসলাম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশে চলমান তাপদাহের কারণে স্বাস্থ্য সুরক্ষার কথা বিবেচনা করে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) আগামীকাল ২২ এপ্রিল থেকে ২৭ এপ্রিল পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সশরীরে সকল ক্লাস, পরীক্ষা বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। তাপদাহ কমলে আগামী সপ্তাহে নতুন রুটিন অনুযায়ী পরীক্ষা অনুষ্ঠিত হবে।

তবে অনলাইনে ক্লাস ও বিশ্ববিদ্যালয়ের অন্যান্য কার্যক্রম যথারীতি চালু রাখার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

তীব্র তাপদাহে স্বাস্থ্য ঝুঁকি এড়াতে স্বাস্থ্যবিধি মেনে চলাফেরার জন্য সবাইকে অনুরোধ করা হয়েছে বিজ্ঞপ্তির মাধ্যমে।

বাংলাদেশ সময়: ১৫০০ ঘণ্টা, এপ্রিল ২১, ২০২৪
এমজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।