ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

শাবিপ্রবির শাহপরাণ ও মুজতবা আলী হলে ৬ সহকারী প্রভোস্ট নিয়োগ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২৮ ঘণ্টা, মে ৯, ২০২৪
শাবিপ্রবির শাহপরাণ ও মুজতবা আলী হলে ৬ সহকারী প্রভোস্ট নিয়োগ

শাবিপ্রবি (সিলেট): শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ছেলেদের শাহপরাণ হলে তিনজন এবং সৈয়দ মুজতবা আলী হলে তিনজন শিক্ষককে সহকারী প্রভোস্ট হিসেবে নিয়োগ দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

বুধবার (৮ মে) ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মো. ফজলুর রহমান স্বাক্ষরিত আলাদা আলাদা অফিস আদেশ থেকে এ তথ্য জানা যায়।

শাহপরাণ হলে নিয়োগপ্রাপ্ত সহকারী প্রভোস্টরা হলেন- রসায়ন বিভাগের সহকারী অধ্যাপক ড. এস এম নিজাম উদ্দিন, জিওগ্রাফি অ্যান্ড এনভায়রনমেন্ট বিভাগের প্রভাষক শিহান তাওসীফ ও মো. সালমান সাঈদ সানি।  

অন্যদিকে, সৈয়দ মুজতবা আলী হলে নিয়োগপ্রাপ্ত সহকারী প্রভোস্টরা হলেন- ফুড ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টি টেকনোলজি বিভাগের প্রভাষক মো. আমজাদ পাটোয়ারী, ফরেস্ট্রি অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্সেস বিভাগের প্রভাষক মো. শামীম রেজা সাইমুন, জিওগ্রাফি অ্যান্ড এনভায়রনমেন্ট বিভাগের প্রভাষক মো. মহিন উদ্দিন।

এতে আরও বলা হয়, নিয়োগপ্রাপ্ত সহকারী প্রভোস্টরা বিশ্ববিদ্যালয়ের বিধি মোতাবেক দায়িত্বভাতা ও অন্যান্য সুযোগ-সুবিধা প্রাপ্য হবেন।  

বাংলাদেশ সময়: ২১২৩ ঘণ্টা, মে ০৯, ২০২৪
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।