ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

শিক্ষা

নারায়ণগঞ্জে এসএসসিতে পাসের হার ৮৮ শতাংশ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২৩ ঘণ্টা, মে ১২, ২০২৪
নারায়ণগঞ্জে এসএসসিতে পাসের হার ৮৮ শতাংশ

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জে এসএসসিতে এ বছর ৮৮ শতাংশ শিক্ষার্থী পাস করেছে। একই সঙ্গে এসএসসি (ভোকেশনাল) এ ৯১ দশমিক ৯৭ শতাংশ ও দাখিলে ৮১ দশমিক ১ শতাংশ শিক্ষার্থী পাস করেছে।

রোববার (১২ মে) জেলা শিক্ষা অফিস এসব তথ্য নিশ্চিত করেছে। সব মিলিয়ে এবার জেলায় সর্বমোট পাসের হার ৮৭ দশমিক ৬২ শতাংশ।

এবার জেলায় এসএসসিতে ২৯ হাজার ৬৩ শিক্ষার্থীর মধ্যে উত্তীর্ণ হয়েছেন ২৫ হাজার ৫৭৭ জন, এসএসসি (ভোকেশনাল) এ ১ হাজার ৫১৯ জন শিক্ষার্থীর মধ্যে উত্তীর্ণ হয়েছেন ১ হাজার ৩৯৭ জন ও দাখিলে ২ হাজার ৬৬০ জনের মধ্যে উত্তীর্ণ হয়েছেন ২ হাজার ১৫৫ জন।

জেলায় এবার এসএসসিতে জিপিএ ৫ পেয়েছেন ২ হাজার ৭২৮ জন, এসএসসি (ভোকেশনাল) এ ১০০ জন ও দাখিলে ২ হাজার ৯৮১ জন।

জেলা শিক্ষা অফিসার ইউনুস ফারুকী জানান, এবার এসএসসিতে ৮৮ শতাংশ ও সব মিলিয়ে পাসের হার ৮৭ দশমিক ৬২ শতাংশ।

বাংলাদেশ সময়: ১৬২৪ ঘণ্টা, মে ১২, ২০২৪
এমআরপি/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।