ঢাকা, বৃহস্পতিবার, ১০ শ্রাবণ ১৪৩১, ২৫ জুলাই ২০২৪, ১৮ মহররম ১৪৪৬

শিক্ষা

৪৪তম বিসিএসের মৌখিকসহ পিএসসির সব পরীক্ষা স্থগিত

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০৬ ঘণ্টা, জুলাই ২৪, ২০২৪
৪৪তম বিসিএসের মৌখিকসহ পিএসসির সব পরীক্ষা স্থগিত

ঢাকা: ৪৪তম বাংলাদেশ সিভিল সার্ভিসের (বিসিএস) মৌখিক পরীক্ষাসহ আগামী ৩১ জুলাই পর্যন্ত অনুষ্ঠেয় বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) সব পরীক্ষা স্থগিত করা হয়েছে। পরবর্তীতে পিএসসির ওয়েবসাইট এবং গণমাধ্যমের মাধ্যমে এসব তথ্য জানানো হবে।

পিএসসির জনসংযোগ কর্মকর্তা এস এম মতিউর রহমান এ তথ্য জানান।

এর আগে সোমবার (২২ জুলাই) এক খুদে বার্তায় গণমাধ্যমকে এ তথ্য জানান তিনি।

এতে বলা হয়, ৩১ জুলাই পর্যন্ত অনুষ্ঠেয় ৪৪তম বিসিএস মৌখিক (ভাইভা) পরীক্ষা, অর্ধবার্ষিক বিভাগীয় পরীক্ষা (জুন-২০২৪), নন-ক্যাডারের স্ট্যান্ডার্ড অ্যাপটিচুড টেস্ট, এমসিকিউ বা বাছাই পরীক্ষা, ব্যবহারিক বা সাঁটলিপি পরীক্ষা, লিখিত পরীক্ষা, মৌখিক পরীক্ষাসহ পিএসসির সব পরীক্ষা অনিবার্য কারণে স্থগিত করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৯০৩ ঘণ্টা, জুলাই ২৪, ২০২৪
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।