ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

শিক্ষা

শাবিপ্রবিতে আন্দোলনকারীরা ওপর পুলিশের টিয়ারশেল নিক্ষেপ

শাবিপ্রবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২৩ ঘণ্টা, জুলাই ৩১, ২০২৪
শাবিপ্রবিতে আন্দোলনকারীরা ওপর পুলিশের টিয়ারশেল নিক্ষেপ

শাবিপ্রবি (সিলেট): সারা দেশে হত্যা, গ্রেপ্তার, মামলা ও গুমের প্রতিবাদে ‘মার্চ ফর জাস্টিস’ কর্মসূচি পালন করেছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) আন্দোলনকারী শিক্ষার্থীরা। এতে সিলেটের বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেন।

বিক্ষোভে টিয়ারশেল নিক্ষেপ পরে আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করে দেয় পুলিশ।

বুধবার (৩১ জুলাই) দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন শিক্ষার্থীরা।  

এসময় শিক্ষার্থীরা সরকার বিরোধী বিভিন্ন স্লোগান দিয়ে বলে, ‘হামলা করে আন্দোলন, বন্ধ করা যাবে না’,‘মামলা করে আন্দোলন, বন্ধ করা যাবে না’, ‘ভাইয়ের ওপর হামলা কেন, প্রশাসন জবাব চাই’, ‘ক্যাম্পাসে পুলিশ কেন? প্রশাসন জবাব চাই’, ‘দালালি না রাজপথ, রাজপথ রাজপথ’, ‘আপোস না সংগ্রাম? সংগ্রাম সংগ্রাম’, ‘জেগেছে রে জেগেছে , ছাত্র সমাজ জেগেছে’,‘লেগেছে রে লেগেছে, রক্তে আগুন লেগেছে’ ইত্যাদি।

এসময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শাবিপ্রবির ভারপ্রাপ্ত সমন্বয়ক ফয়সাল হোসাইন বলেন, আমরা গুম-গ্রেপ্তার মুক্তি, মিথ্যা মামলা প্রত্যাহার এবং ছাত্র-জনতা হত্যার বিচার চাই। গুম, হয়রানি করে আমাদের আন্দোলন বন্ধ করতে পারবে না।

শিক্ষার্থীদের বিক্ষোভে অংশ নেওয়া বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের অধ্যাপক ড. মো. গোলাম আলী হায়দার চৌধুরী বলেন, শিক্ষার্থীরা শান্তিপূর্ণভাবে আন্দোলন করেছে কেন ওদের ওপর গুলি চালানো হলো? এখানে একজন ছাত্র মারা গেল তার বাবা-মাকে আমরা কী জবাব দেব? আমার ছাত্রদের ওপর গুলি চালালে এটা আমরা মেনে নিতে পারি না।

এক পর্যায়ে প্রধান ফটকে পুলিশের বাঁধা দিলে সেখান থেকে সিলেটের বন্দর কোর্ট পয়েন্টের উদ্দেশে ‘মার্চ ফর জাস্টিস’ শুরু করেন তারা। বিক্ষোভটি প্রায় দুই কিলোমিটার পথ পেরিয়ে তারা নগরের সুবিদবাজার পয়েন্টে পুলিশের বাধার মুখে পড়েন। এসময় শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের সঙ্গে বাকবিতণ্ডা হয়।  

পরে ব্যারিকেট ভেঙে শিক্ষার্থীরা সামনের দিকে এগোলে পেছন থেকে পুলিশ টিয়ারগ্যাস নিক্ষেপ করে তাদের ছত্রভঙ্গ করে। এতে ১৫-১৬ রাউন্ড টিয়ার শেল নিক্ষেপ করা হয়েছে বলে জানা গেছে।

ঘটনার বিষয়ে জানতে মহানগর পুলিশের উপ-কমিশনার (উত্তর) আসবাহার আলী শেখ ও জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে ফোন করা হলে তাদের সাড়া মেলেনি।  

বাংলাদেশ সময়: ১৮১৮ ঘণ্টা, জুলাই ৩১, ২০২৪
এসএএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।