ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

হামলার শিকার অধ্যাপক আনোয়ার হোসেন 

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০৭ ঘণ্টা, আগস্ট ১০, ২০২৪
হামলার শিকার অধ্যাপক আনোয়ার হোসেন  অধ্যাপক আনোয়ার হোসেন 

ঢাকা: আওয়ামী লীগ সরকার পতনের দিন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য মো. আনোয়ার হোসেনের ওপর হামলা হয়েছে বলে অভিযোগ উঠেছে।  

শুক্রবার (৯ আগস্ট) গণমাধ্যমে এক বিবৃতি পাঠিয়ে জানিয়েছে, অধ্যাপক আনোয়ার হোসেন গত ৫ আগস্ট সোমবার বিকেল ৪টার পর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের সামনে হামলার শিকার হয়েছেন।

 

উদ্ভূত পরিস্থিতিতে নবগঠিত অন্তর্বর্তী সরকারের কাছে নিরাপত্তা চেয়েছে তার পরিবার।

বিবৃতিতে আনোয়ার হোসেনের স্ত্রী আয়েশা হোসেন বলেন, কোটা সংস্কার আন্দোলনের সময় শিক্ষার্থীদের ওপর বিগত সরকারের হামলার সমালোচনা করেছিলেন আনোয়ার হোসেন। তিনি ৫ আগস্ট বিকেলে ছেলে ও ছেলের বন্ধু এবং সহকর্মীদের সঙ্গে যোগ দিতে সপরিবার শাহবাগে যাওয়ার জন্য উত্তরা থেকে রওনা হন। বিমানবন্দরের ঠিক সামনে পৌঁছালে এক ব্যক্তি অধ্যাপক আনোয়ার হোসেনের কাছে এসে চিৎকার করে বলতে থাকেন, ‘আমি আপনাকে চিনতে পেরেছি। আপনি সেই অধ্যাপক, যিনি ট্রাইব্যুনালে (আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে) ছিলেন। আপনাকে টেলিভিশনে দেখেছি। ’ 


ওই ব্যক্তি আনোয়ার হোসেনকে বিমানবন্দরের উল্টো দিকের একটি সরু গলিতে নিয়ে যাওয়ার চেষ্টা করেন বলেও উল্লেখ করেন তিনি। বলেন, আরও বেশ কয়েকজন উত্তেজিত লোক চারপাশে জড়ো হয়ে হামলা করেন।  

আনোয়ার হোসেন জামায়াতের বিরুদ্ধে কথা বলেছেন উল্লেখ করে উত্তেজিত ব্যক্তিরা বিভিন্ন জিনিস দিয়ে তার ওপর হামলা করেন।  

পরিবারের লোকজন তখন আনোয়ার হোসেনকে হামলা থেকে বাঁচানোর চেষ্টা করেন। পাশাপাশি আরও দুজন এসে হামলাকারীদের বাধা দেন। পরে সেখান থেকে আনোয়ার হোসেনকে বিমানবন্দরে থাকা সেনা ব্যারিকেডের মধ্যে নিয়ে যাওয়া হয়। বিমানবন্দরে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

বাংলাদেশ সময়: ১৩০৫ ঘণ্টা, আগস্ট ১০, ২০২৪
এসআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।