ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

নিরাপত্তাহীনতায় শাবিপ্রবির শিক্ষার্থীরা, হলে থাকতে বিক্ষোভ

শাবিপ্রবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪৯ ঘণ্টা, আগস্ট ২৪, ২০২৪
নিরাপত্তাহীনতায় শাবিপ্রবির শিক্ষার্থীরা, হলে থাকতে বিক্ষোভ

শাবিপ্রবি (সিলেট): বন্যা ও দেশের সংকটকালীন সময়ে আবাসিক হলে থাকতে চান শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) শিক্ষার্থীরা। তবে নিজ দায়িত্বে থাকলেও প্রশাসনের প্রতি নিরাপত্তার দাবি জানিয়েছেন তারা।

শনিবার (২৪ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের শাহপরাণ হলের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের করেন শিক্ষার্থীরা। মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মুক্তমঞ্চে এসে জড়ো হয়।

এ সময় শিক্ষার্থীরা বলেন, আমরা নিজ দায়িত্বে হলে থাকতে একমত হয়েছি। এরপরে কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি তৈরি হলে আমরা নিজেদের দায়ভার নিজেরা নেব। তবে আমাদের সমস্যার ব্যাপারে যদি সমন্বয়করা একাত্মতা পোষণ করেন, আমরা অবশ্যই তাদের কথা মেনে নেব। কারণ তাদেরও আন্দোলনে অনেক ভূমিকা ছিল।

তারা আরও বলেন, আমাদের সঙ্গে সমন্বয়কারীরাসহ সবাই আলোচনা করুন, হলে যদি কোনো ছাত্রলীগের নেতা-কর্মীরা থাকেন, প্রমাণ সাপেক্ষে আমরা তাদের হল থেকে বের করে দেব।  

এ সময় বক্তব্য রাখেন, গণিত বিভাগের শিক্ষার্থী মো. সাজ্জাদ হোসেন, বাংলা বিভাগের শিক্ষার্থী জুনায়েদ হোসেন, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী মোস্তাকিম বিল্লাহ প্রমুখ।

খোঁজ নিয়ে জানা যায়, বৃহস্পতিবার (২৩ আগস্ট) মধ্যরাতে আবাসিক হলগুলোতে মোটরসাইকেল মহড়া দিয়েছে দুর্বৃত্তরা। এতে হলের শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে পড়ে। পরে ঘটনায় খবর পেয়ে রাত ৩টার দিকে সেনাবাহিনী এসে শিক্ষার্থীদের নিরাপত্তার আশ্বাস দিলে তারা রুমে ফিরে যায়। পরের দিন নিরাপত্তা ইস্যুতে শিক্ষার্থীদের দাবির পরিপ্রেক্ষিতে সমন্বয়কদের পক্ষ থেকে হল ত্যাগ করতে বলা হলে এতে শিক্ষার্থী দ্বিমত পোষণ করে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করে।  

গত ৮ আগস্ট থেকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, প্রক্টরিয়াল বডি, প্রভোস্ট বডিসহ বিভিন্ন দপ্তরের শিক্ষক-কর্মকর্তাদের পদত্যাগের ফলে অচল হয়ে পড়ে শাবিপ্রবির প্রশাসনিক ও একাডেমিক কার্যক্রম। ফলে ক্যাম্পাসজুড়ে সবাই নিরাপত্তাহীনতায় ভুগছেন।

বাংলাদেশ সময়: ২১৪৮ ঘণ্টা, আগস্ট ২৪, ২০২৪
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।