ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

শিক্ষা

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রির ফল প্রকাশ 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪৩ ঘণ্টা, সেপ্টেম্বর ৩০, ২০২৪
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রির ফল প্রকাশ 

গাজীপুর: জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২২ সালের ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্স ১ম বর্ষ পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে।

সোমবার (৩০ সেপ্টেম্বর) সন্ধ্যায় ফল প্রকাশের বিষয়টি এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সারা দেশের ৬৭১টি কেন্দ্রে ১ হাজার ৯১২টি কলেজের ৩ লাখ ৫৩ হাজার ২৪৪ জন শিক্ষার্থী (নিয়মিত, অনিয়মিত ও মান উন্নয়নসহ) এ পরীক্ষায় অংশগ্রহণ করেন। এর মধ্যে ২ লাখ ২৪ হাজার ৫৭১ জন পরীক্ষার্থী উত্তীর্ণ হয়েছে। পাসের হার ৮৬ দশমিক ৫৭ শতাংশ। জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (www.nu.ac.bd/results) এ ফলাফল পাওয়া যাবে।

বাংলাদেশ সময়: ১৯৪৩ ঘণ্টা, সেপ্টেম্বর ৩০, ২০২৪
আরএস/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।