ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

শিক্ষা

রাবি সমাবর্তনে অংশগ্রহণের জন্য রেজিস্ট্রেশনের সময় বাড়ল

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০৭ ঘণ্টা, অক্টোবর ৯, ২০২৪
রাবি সমাবর্তনে অংশগ্রহণের জন্য রেজিস্ট্রেশনের সময় বাড়ল

রাজশাহী: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) দ্বাদশ সমাবর্তনে অংশগ্রহণের জন্য আগ্রহীদের রেজিস্ট্রেশনের সময় আরও বাড়ানো হয়েছে।  

১০ অক্টোবর দুপুর ১২টা থেকে আগামী ২৪ অক্টোবর রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত রেজিস্ট্রেশন করা যাবে।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের প্রশাসক প্রফেসর মো. আখতার হোসেন মজুমদার বুধবার (৯ অক্টোবর) সকালে এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছেন।  

এতে বলা হয়েছে- দ্বাদশ সমাবর্তনে অংশগ্রহণের জন্য আগ্রহীদের সুবিধার্থে রেজিস্ট্রেশনের সময় আরও বাড়ানো হয়েছে। তবে সমাবর্তনে অংশগ্রহণের যোগ্যতাসহ রেজিস্ট্রেশনের অন্যান্য শর্ত অপরিবর্তিত থাকবে। এছাড়া রেজিস্ট্রেশন সংক্রান্ত বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট www.ru.ac.bd থেকে জানা যাবে। আর সমাবর্তনের সম্ভাব্য নতুন সময় আগামী ফেব্রুয়ারি মাসের প্রথমার্ধ।

এর আগে এক বছর আগে স্থগিত হওয়া রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) দ্বাদশ সমাবর্তনের নতুন তারিখ ঘোষণা করা হয়েছিল আগামী ২৮ নভেম্বর। তবে অনিবার্য কারণ বশত এই তারিখও পরিবর্তন করা হয়।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রথম সমাবর্তন অনুষ্ঠিত হয়েছিল ১৯৫৩ সালে। সর্বশেষ অর্থাৎ একাদশ সমাবর্তন অনুষ্ঠিত হয় ২০১৯ সালের ৩০ নভেম্বর। প্রথম সমাবর্তনের পর ১৯৫৯, ১৯৬১, ১৯৬২, ১৯৬৫, ১৯৭০, ১৯৯৮, ২০১২, ২০১৫, ২০১৮ সালে অনুষ্ঠিত হয়েছে যথাক্রমে দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, অষ্টম, নবম ও দশম সমাবর্তন। তবে মুক্তিযুদ্ধের আগের সমাবর্তনগুলোর বিস্তারিত কোনো তথ্য পাওয়া যায়নি। দেশ স্বাধীনের পর ১৯৭৩ সালের ২২ এপ্রিল অধ্যাপক খান সারওয়ার মুরশিদ উপাচার্যের সময় একটি বিশেষ সমাবর্তনের আয়োজন করা হয়। দীর্ঘ ২৮ বছর বিরতির পর ১৯৯৮ সালের ২৯ নভেম্বর অধ্যাপক আব্দুল খালেক উপাচার্য থাকাকালীন সপ্তম সমাবর্তন অনুষ্ঠিত হয়। পরে ২০১২ সালের ৯ ডিসেম্বর উপাচার্য অধ্যাপক এম আব্দুস সোবহান অষ্টম সমাবর্তনের আয়োজন করেন। ২০১৫ সালের ১৮ জানুয়ারি অধ্যাপক মুহম্মদ মিজান উদ্দিন উপাচার্যের সময় নবম সমাবর্তন অনুষ্ঠিত হয়। এরপর ২০১৮ সালের ২৯ সেপ্টেম্বর অনুষ্ঠিত হয় দশম সমাবর্তন। সর্বশেষ একাদশ সমাবর্তন ২০১৯ সালের ৩০ নভেম্বর অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ সময়: ১১০৭ ঘণ্টা, অক্টোবর ০৯, ২০২৪
এসএস/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।