ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

ময়মনসিংহে অটোপাসের দাবিতে শিক্ষা বোর্ড ঘেরাও 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০০ ঘণ্টা, অক্টোবর ২০, ২০২৪
ময়মনসিংহে অটোপাসের দাবিতে শিক্ষা বোর্ড ঘেরাও 

ময়মনসিংহ: এইচএসসি পরীক্ষায় অকৃতকার্য শিক্ষার্থীদের অটোপাসের দাবিতে শিক্ষার্থীরা ময়মনসিংহ শিক্ষাবোর্ড ঘেরাও করে।  

রোববার (২১ অক্টোবর) সকাল ১১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত শিক্ষাবোর্ড ঘেরাও করে রেখে এই বিক্ষোভ করে শিক্ষার্থীরা।

 

এ সময় তারা এক ঘণ্টা ময়মনসিংহ - টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে। এতে পথচারী ও  যাত্রীদের চরম দুর্ভোগে পড়তে হয়। অকৃতকার্য শিক্ষার্থীদের ঘেরাও কর্মসূচি চলাকালীন শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক আবু তাহের কার্যত অবরুদ্ধ হয়ে পড়েন। খবর পেয়ে কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সফিকুল ইসলাম পুলিশ ফোর্স নিয়ে শিক্ষাবোর্ডে অবস্থান নেন।  

এ সময় শিক্ষার্থীরা ২০২৪ সালের এইচএসসি পরীক্ষার ফলাফল পুনর্বিবেচনা করে অকৃতকার্যদের অটোপাসসহ ৪ দফা দাবি জানিয়ে শিক্ষার্থীরা জানান, ময়মনসিংহ শিক্ষা বোর্ড তাদের সঙ্গে  বৈষম্যের কাজ করেছে। তাদের ৪ দফা দাবি ন্যায্য। দাবি মেনে না নেওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবেন তারা।  

এ সময় শিক্ষার্থীরা অবিলম্বে তাদের দাবি মেনে নেওয়ার আহ্বান জানান।  

এই বিষয়ে ময়মনসিংহ শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক আবু তাহের বলেন,  শিক্ষার্থীদের দাবি শিক্ষা বোর্ডের আন্তঃমন্ত্রণালয়ে পাঠানো হবে। বিষয়গুলো তারা দেখবেন।  

তাদের এখানে কিছুই করার নেই বলে জানান তিনি।  

বাংলাদেশ সময়: ২০৩২ ঘণ্টা, অক্টোবর ২০, ২০২৪
এসএএইচ
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।