ঢাকা, শুক্রবার, ৬ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

জবিতে পরীক্ষা দিতে এসে ধরা ছাত্রলীগ সহ-সভাপতি

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২৪ ঘণ্টা, অক্টোবর ২২, ২০২৪
জবিতে পরীক্ষা দিতে এসে ধরা ছাত্রলীগ সহ-সভাপতি

জবি: পরীক্ষা দিতে আসা ছাত্রলীগের এক নেতাকে পুলিশে দিয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। ওই নেতার নাম আসিফ আহম্মেদ অভি।

তিনি বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। পাশাপাশি তিনি কেন্দ্রীয় ছাত্রলীগের সহ-সভাপতি।

সেমিস্টার ফাইনাল পরীক্ষা দিতে এলে সাধারণ শিক্ষার্থীরা তাকে ধরে ফেলেন। পরে তাকে তুলে দেওয়া হয় বিশ্ববিদ্যালয় প্রশাসনের হাতে। বিশ্ববিদ্যালয় প্রশাসন শিক্ষার্থীদের দাবির মুখে অভিকে পুলিশে সোপর্দ করে।

মঙ্গলবার (২২ অক্টোবর) সকালে শিক্ষার্থীরা অভিকে আটক করেন। পরে বিভাগের একটি কক্ষে তাকে তালাবদ্ধ করে রাখা হয়। পরে সন্ধ্যা ৬টার দিকে কোতোয়ালি থানা পুলিশের কাছে হস্তান্তর করে বিশ্ববিদ্যালয় প্রশাসন।  

শিক্ষার্থীদের অভিযোগ, ১৫ জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের ওপর হামলা করেন অভি। একই সঙ্গে তিনি বিশ্ববিদ্যালয়ের আন্দোলনকারী শিক্ষার্থীদের বিভিন্ন তথ্য আইনশৃঙ্খলা বাহিনীকে দেয়। এ ছাড়া ছাত্রলীগের পদ ব্যবহার করে বিভিন্ন সময় তিনি সাধারণ শিক্ষার্থীদের মারধর করেন।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রক্টর অধ্যাপক ড. মুহাম্মদ তাজাম্মুল হক বলেন, সেমিস্টার পরীক্ষা দিতে এলে শিক্ষার্থীরা তাকে আটক করে। বড় কোন ধরনের দুর্ঘটনা যেন না ঘটে, সেজন্য আমরা বিক্ষুব্ধ শিক্ষার্থীদের সঙ্গে বসে উপাচার্যের (রুটিন দায়িত্ব) সম্মতি নিয়ে পুলিশের হাতে সোপর্দ করি। শিক্ষার্থীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি, কারণ তারা আইন নিজেদের হাতে তুলে নেয়নি।  

এ বিষয়ে কোতোয়ালি থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. এনামুল হক বলেন, আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। তারা তাকে পুলিশে সোপর্দ করেছে। এখন আমরা যথাযথ ব্যবস্থা নেব।

বাংলাদেশ সময়: ১৯১৫ ঘণ্টা, অক্টোবর ২২, ২০২৪
আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।