ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

শিক্ষা

ছাত্রলীগ নিষিদ্ধ হওয়ায় ববিতে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪২ ঘণ্টা, অক্টোবর ২৪, ২০২৪
ছাত্রলীগ নিষিদ্ধ হওয়ায় ববিতে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ

বরিশাল: ছাত্রলীগ নিষিদ্ধ হওয়ায় বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করা হয়েছে।  

বৃহস্পতিবার (২৪ অক্টোবর) বেলা সাড়ে ১১টায় প্রশাসনিক ভবনের নিচে (গ্রাউন্ড) শিক্ষার্থীরা এতে অংশ নেন।

 

আনন্দ মিছিলে বক্তারা বলেন, ছাত্রলীগ বিগত দিনে অপকর্ম ও সন্ত্রাসী কার্যক্রম করেছে। সবকিছু বিবেচনা রেখে ছাত্রলীগকে নিষিদ্ধ করা একটি যুগান্তকারী সিদ্ধান্ত। আমরা এ সিদ্ধান্তকে সাধুবাদ জানাই।  

এ সময় ছাত্রলীগের চামড়া তুলে নেব আমরা, পালাইছে রে, পালাইছে, ছাত্রলীগ পালাইছে’, ‘আমার সোনার বাংলায়,সন্ত্রাসীদের ঠাঁই নাই’ নানা স্লোগান দেন তারা (শিক্ষার্থীরা)।

মিষ্টি বিতরণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন আইন বিভাগের শিক্ষার্থী সিরাজুল ইসলাম, সৃষ্টি আক্তার, মৃত্তিকা ও পরিবেশবিজ্ঞান বিভাগের ইকবাল হাসান, রসায়ন বিভাগের শিক্ষার্থী রাকিব আহমেদ ও লোক প্রশাসন বিভাগের রিয়ান প্রমুখ।  

বাংলাদেশ সময়: ১৬৪০ ঘণ্টা, অক্টোবর ২৪, ২০২৪
এমএস/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।