ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

শিক্ষা

সাত কলেজের অধিভুক্তি বাতিলে ৭২ ঘণ্টা আল্টিমেটাম

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট   | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২০ ঘণ্টা, নভেম্বর ১, ২০২৪
সাত কলেজের অধিভুক্তি বাতিলে ৭২ ঘণ্টা আল্টিমেটাম

ঢাকা: অধিভুক্ত সাত কলেজ বাতিল ও নারী শিক্ষার্থীদের জন্য আবাসিক হল নির্মাণের দাবিতে বিক্ষোভ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষার্থী।  

শুক্রবার (১ নভেম্বর) বিকেলে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বাসভবন চত্বরে কর্মসূচিটি পালিত হয়।

দাবি আদায়ে শিক্ষার্থীরা ৭২ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছেন। দাবি পূরণ না হলে ক্লাস, পরীক্ষা বর্জন ও প্রশাসনিক ভবনে তালা দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তারা।  

আন্দোলনরত শিক্ষার্থী রায়হান ফেরদৌস বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় ও সাত কলেজের শিক্ষার্থীরা অধিভুক্তি বাতিল চায়। বিশ্ববিদ্যালয়ের ৫৩ শতাংশ শিক্ষার্থী নারী, তবুও তাদের মাত্র পাঁচটি হল রয়েছে।  

শিক্ষার্থীদের পর্যাপ্ত আবাসন ব্যবস্থা না থাকার পরও সাত কলেজের জন্য আলাদা প্রশাসনিক ভবন নির্মাণের প্রতিবাদ করেন তিনি।  

তিনি আরও বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় একটি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, এ বিষয়ে যে কোনো সিদ্ধান্ত বিশ্ববিদ্যালয় প্রশাসন ও শিক্ষার্থীদেরই নিতে হবে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলাদেশ কুয়েত মৈত্রী হলের আবাসিক ছাত্রী নুসরাত ইমরোজ বলেন, কিছু মাস্টার্সের শিক্ষার্থী এখনও গণরুমে থাকছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বাজেটের সীমাবদ্ধতার কারণে শিক্ষার্থীদের জন্য একটি নতুন হল নির্মাণ করতে পারছে না। কিন্তু কীভাবে তারা ৭ কলেজের জন্য প্রশাসনিক ভবন নির্মাণের কথা বলে! 

দ্রুত ৭ কলেজকে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আলাদা করার দাবি জানান তিনি।  

এদিকে আজ এক বিজ্ঞপ্তিতে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, (সাত কলেজের জন্য আলাদা প্রশাসনিক ব্যবস্থার) এই প্রস্তাব বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সঙ্গে মন্ত্রণালয়ের ইতিপূর্বে কোনো আনুষ্ঠানিক আলোচনা হয়নি। বিষয়টি জানার পর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্ট উপদেষ্টাদেরসহ সরকারের বিভিন্ন উচ্চমহলে আলাপ করেছে। সরকারও বিষয়টির জনগুরুত্ব বিবেচনা করে আন্তরিকতার সঙ্গে সাড়া দিয়েছে। সংশ্লিষ্ট শিক্ষার্থীসহ প্রধান অংশীজনদের নিয়ে মন্ত্রণালয় পর্যায়ে দ্রুততম সময়ের মধ্যে (সম্ভাব্য তারিখ আগামী রোববার) এ বিষয়ে একটি জরুরি বৈঠক আয়োজনের ব্যাপারে সরকার সম্মত হয়েছে।

ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ মনে করে, সরকারি সাত কলেজ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীসহ গুরুত্বপূর্ণ অংশীজনদের নিয়ে এ বিষয়ে আরও আলাপ-আলোচনার প্রয়োজন রয়েছে। আলাপ-আলোচনার মাধ্যমেই এ ব্যাপারে একটি টেকসই ও শান্তিপূর্ণ সমাধানে পৌঁছানো সম্ভব।

বাংলাদেশ সময়: ২১১৮ ঘণ্টা, নভেম্বর ১, ২০২৪
এসএএইচ


 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

শিক্ষা এর সর্বশেষ