ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

শিক্ষা

জবির শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীদের সম্পদের হিসাব জমা দিতে নির্দেশ

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩৫ ঘণ্টা, নভেম্বর ২১, ২০২৪
জবির শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীদের সম্পদের হিসাব জমা দিতে নির্দেশ

জবি: জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) সব শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীদের আগামী ২৭ নভেম্বরের মধ্যে সম্পদ বিবরণী জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (২১ নভেম্বর) জবির ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. শেখ মো. গিয়াস উদ্দিন স্বাক্ষরিত এক অফিস আদেশে এ নির্দেশ দেওয়া হয়।

 

অফিস আদেশে বলা হয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের জনপ্রশাসন মন্ত্রণালয় কর্তৃক গত ২২ সেপ্টেম্বর, ২০২৪ সরকারি কর্মচারীদের সম্পদ বিবরণী দাখিলের জন্য বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। জারিকৃত বিজ্ঞপ্তি অনুযায়ী জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের সম্পদ বিবরণী প্রস্তুত করে আগামী ২৭ নভেম্বর, ২০২৪ এর মধ্যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বরাবর পাঠানোর অনুরোধ করা হলো।

এর আগে চলতি বছরের ২২ সেপ্টেম্বর জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে ৩০ নভেম্বরের মধ্যে সব সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের সম্পদ বিবরণী দাখিলের নির্দেশ দেওয়া হয়।

বিজ্ঞপ্তিতে সরকারি কর্মচারীদের দুর্নীতি প্রতিরোধ এবং স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে এ নির্দেশ দেওয়া হয় বলেও উল্লেখ করা হয়।

বাংলাদেশ সময়: ২০৩৪ ঘণ্টা, নভেম্বর ২১, ২০২৪
আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।