ঢাকা, সোমবার, ২১ পৌষ ১৪৩১, ০৬ জানুয়ারি ২০২৫, ০৫ রজব ১৪৪৬

শিক্ষা

জুনিয়রদের মারধর: ১০ শিক্ষার্থীর বিরুদ্ধে ব্যবস্থা নিল আইএইচটি কর্তৃপক্ষ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩১ ঘণ্টা, নভেম্বর ২৫, ২০২৪
জুনিয়রদের মারধর: ১০ শিক্ষার্থীর বিরুদ্ধে ব্যবস্থা নিল আইএইচটি কর্তৃপক্ষ

বরিশাল: বরিশালের ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজির (আইএইচটি) জুনিয়র শিক্ষার্থীদের দুই দফায় মারধরের ঘটনায় এক শিক্ষার্থীর ছাত্রত্ব স্থগিত করা হয়েছে। এছাড়া ছাত্রাবাস থেকে আট শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।

সতর্ক করা হয়েছে আরও এক শিক্ষার্থীকে।

সোমবার (২৫ নভেম্বর) বিকেলে তাদের বিরুদ্ধে শাস্তিমূলক এ ব্যবস্থা নেওয়া হয়েছে বলে আইএইচটির অধ্যক্ষ ডা. মানষ কৃষ্ণ কুণ্ডু জানান।

তাদের বিরুদ্ধে নেওয়া শাস্তিমূলক ব্যবস্থা প্রতিষ্ঠানের নোটিশ বোর্ডেও টাঙিয়ে দেওয়া হয়েছে।  

ছাত্রত্ব স্থগিত করা শিক্ষার্থী হলেন রেডিওগ্রাফি দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী মো. সাজ্জাদ হোসেন।

ছাত্রাবাস থেকে বহিষ্কৃত শিক্ষার্থীরা হলেন- ল্যাবরেটরি তৃতীয় বর্ষের শিক্ষার্থী নাবিল মোস্তফা, ডেন্টাল তৃতীয় বর্ষের জোনায়েদ আলম অরিদ ও সাব্বির আহম্মেদ, ফার্মেসি তৃতীয় বর্ষের মো. মুকিম আলম, দ্বিতীয় বর্ষের মো. রাইসুল ইসলাম, থেরাপি তৃতীয় বর্ষের সাহিবুল ইসলাম উজ্জ্বল, দ্বিতীয় বর্ষের মো. বেল্লাল (হৃদয়) ও রেডিওগ্রাফি তৃতীয় বর্ষের মো. ফয়সাল আলম সুজা।

সতর্ক করা শিক্ষার্থী হলেন ফিজিওথেরাপি দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী মহিউদ্দিন ইভান।

আইএইচটির অধ্যক্ষ ডা. মানষ কৃষ্ণ কুণ্ডু বলেন, গত ১০ নভেম্বর আইএইচটির ছাত্রাবাসে সংঘর্ষের ঘটনায় গঠিত তদন্ত কমিটির সুপারিশ অনুযায়ী শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। এর মধ্যে শিক্ষার্থী সাজ্জাদকে মাদক নিরাময় কেন্দ্রে ভর্তি হয়ে সুস্থ হওয়া না পর্যন্ত তার ছাত্রত্ব স্থগিত থাকবে। আটজন শিক্ষার্থীকে ২৪ ঘণ্টার মধ্যে ছাত্রাবাস ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে। ইভানকে সতর্ক করে দেওয়া হয়েছে। তার বিরুদ্ধে কোনো অভিযোগ এলে স্থায়ীভাবে বহিষ্কার করা হবে।

তাদের মারধরের শিকার শিক্ষার্থী সোহেল জানান, আইএচটির শিক্ষার্থীরা আন্দোলন করছে। এ নিয়ে ভুল বুঝে শাস্তি পাওয়া শিক্ষার্থীরা দুই দফায় নয়জনকে বেধড়কভাবে মারধর করে। সবাই রক্তাক্ত জখম হয়েছে। এরমধ্যে তিনজন অজ্ঞান হয়েছিল। জড়িতদের আরও কঠোর শাস্তি হওয়া উচিত ছিল। তবুও যা হয়েছে, আমরা মেনে নিয়েছি।

বাংলাদেশ সময়: ১৯২৬ ঘণ্টা, নভেম্বর ২৫, ২০২৪
এমএস/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।