ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

শিক্ষা

ঢাবির লক্ষ্মীপুর জেলা কল্যাণ সমিতির নেতৃত্বে অ্যানি-মনির 

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০১ ঘণ্টা, ডিসেম্বর ৫, ২০২৪
ঢাবির লক্ষ্মীপুর জেলা কল্যাণ সমিতির নেতৃত্বে অ্যানি-মনির 

ঢাকা: ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) পড়ুয়া লক্ষ্মীপুর জেলার শিক্ষার্থীদের প্ল্যাটফর্ম লক্ষ্মীপুর জেলা ছাত্র-ছাত্রী কল্যাণ সমিতির নির্বাচনে সভাপতি পদে ফাতেমা শারমিন অ্যানি ও সাধারণ সম্পাদক পদে মনির হোসেন নির্বাচিত হয়েছেন।  

বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) দুপুরে ভোটগ্রহণ শেষে ফলাফল ঘোষণা করেন নির্বাচন কমিশনার আবদুল আহাদ আলভী ও মো. আব্দুর রহিম।

আগামী এক বছরের জন্য এ কমিটি ঘোষণা করা হয়েছে।

কমিটিতে সহ-সভাপতি পদে ইমরান মাহমুদ ও মোহাম্মদ আহনাফ এবং যুগ্ম সাধারণ সম্পাদক পদে আবু বকর সিদ্দিক মনোনীত হয়েছেন।  

বেলা ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ভবনের দ্বিতীয় তলায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

সভাপতি পদে অ্যানি মোট ভোটের ৭৯ শতাংশ ও সাধারণ সম্পাদক পদে মনির ৭৪ শতাংশ ভোট পেয়েছেন।

নির্বাচিত হওয়ার পর ফাতেমা শারমিন অ্যানি বলেন, শিক্ষার্থীদের নিয়ে মাসিক মতবিনিময় সভা, পাঠচক্রসহ নানা শিক্ষামূলক ও সাংস্কৃতিক কার্যক্রম পরিচালনা করার ইচ্ছে রয়েছে। এছাড়া নিজ জেলার গরিব ও অসচ্ছল শিক্ষার্থীদের বৃত্তি দেওয়া ও দীর্ঘমেয়াদি ফান্ড গঠনের চেষ্টা করবো।

বাংলাদেশ সময়: ১৮৫৭ ঘণ্টা, ডিসেম্বর ০৫, ২০২৪
আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

শিক্ষা এর সর্বশেষ