ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

শিক্ষা

ঢাবি ভিসির বাসভবনের সামনে উচ্চশব্দে গান বাজিয়ে প্রতিবাদ

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৪৬ ঘণ্টা, ডিসেম্বর ৭, ২০২৪
ঢাবি ভিসির বাসভবনের সামনে উচ্চশব্দে গান বাজিয়ে প্রতিবাদ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) রোকেয়া হল ও শামসুন্নাহার হলের শিক্ষার্থীরা টিএসসি এলাকায় অতিরিক্ত শব্দদূষণের অভিযোগ করে আসছেন। বারবার দাবি জানিয়েও কোনো সমাধান না পেয়ে শিক্ষার্থীরা উপাচার্যের (ভিসি) বাসভবনের সামনে উচ্চশব্দে গান বাজিয়ে প্রতিবাদ করেছেন।

শিক্ষার্থীরা বলছেন, নানা কর্মসূচির মাধ্যমে বারবার প্রতিবাদ জানিয়েও তারা কোনো সুফল পাননি। প্রতিবার আশ্বাস দিয়ে উপাচার্য এ বিষয়ে কোনো পদক্ষেপ নেননি। ফলে উপাচার্যের ‘ঘুম’ ভাঙাতে তারা গান বাজিয়ে প্রতিবাদ করছেন।

শনিবার (৭ ডিসেম্বর) রাত ৯টা নাগাদ এই দুই হলের ছাত্রীরা মিছিল নিয়ে উপাচার্যের বাসভবনের সামনে জড়ো হন। এ সময় তারা সঙ্গে একটি সাউন্ডবক্স নিয়ে আসেন।

সরেজমিনে দেখা যায়, শিক্ষার্থীরা ভারতীয় বাংলার ও বলিউডের বিভিন্ন গান উচ্চশব্দে চালু করেছেন। ছাত্রীদের এই প্রতিবাদে বিভিন্ন হলের ছাত্ররাও যুক্ত হয়েছেন।

রোকেয়া হলের শিক্ষার্থী ফাতেমা শারমিন অ্যানি বাংলানিউজকে বলেন, আমরা দীর্ঘদিন থেকে সমস্যাটি নিয়ে উপাচার্যের কাছে গিয়েছি। গণস্বাক্ষর গ্রহণ করেছি। উপাচার্য প্রতিবার আমাদের আশ্বাস দেন। কিন্তু কোনো ব্যবস্থা নেননি।

তিনি বলেন, আমাদের নারী শিক্ষার্থীরা হলে ঘুমাতে পারেন না। যারা অসুস্থ, তাদের অবস্থা খারাপ হয়ে যায়। অথচ কোনো ব্যবস্থা না নিয়ে উপাচার্য তার বাসায় শান্তিতে ঘুমাচ্ছেন। আমরা তার ঘুম ভাঙাতে এসেছি!

বাংলাদেশ সময়: ২২৪৪ ঘণ্টা, ডিসেম্বর ০৭, ২০২৪
এফএইচ/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।