ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

শিক্ষা

ভর্তি ফি কমানোর দাবি শাবিপ্রবি শিক্ষার্থীদের

শাবিপ্রবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২৬ ঘণ্টা, ডিসেম্বর ১১, ২০২৪
ভর্তি ফি কমানোর দাবি শাবিপ্রবি শিক্ষার্থীদের

শাবিপ্রবি (সিলেট): যৌক্তিকভাবে ভর্তি ফি, সেমিস্টার ফি ও ক্রেডিট ফি কমানোসহ তিন দফা দাবিতে মানববন্ধন করেছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) শিক্ষার্থীরা।

বুধবার (১১ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির সামনে মানববন্ধন করেন শিক্ষার্থীরা।

 

মানববন্ধন শেষে উপাচার্য বরাবর স্মারকলিপি দেন তারা।

শিক্ষার্থীদের দাবির মধ্যে রয়েছে- যৌক্তিকভাবে ভর্তি ফি, সেমিস্টার ফি ও ক্রেডিট ফি কমিয়ে শিক্ষার্থীদের নাগালের মধ্যে নিয়ে আসতে হবে, পোষ্য কোটাসহ সব ধরনের অযৌক্তিক কোটা বাতিল করতে হবে ও আগামী দুই সেমিস্টার চার মাস করে শেষ করতে হবে।

এ সময় শিক্ষার্থীরা বলেছেন, আমরা অনেক রক্তের বিনিময়ে স্বাধীনতা পেয়েছি। স্বাধীনতা পরবর্তী সময়ে আমরা বিশ্ববিদ্যালয়ের কাছে প্রত্যাশা করেছিলাম, তারা শিক্ষার্থীবান্ধব হয়ে ওঠবে। কিন্তু আমরা বারবার শিক্ষার্থীদের পক্ষে দাবি নিয়ে যাওয়ার পরও এ প্রশাসন কোনো ভ্রুক্ষেপ করছে না। আগের প্রশাসন শিক্ষার্থীদের ভর্তি ফি, ক্রেডিট ফি ও সেমিস্টার ফি অযৌক্তিকভাবে নির্ধারণ করেছিল। আশাকরি বর্তমান প্রশাসন অবিলম্বে এসব ফি কমিয়ে যৌক্তিক পর্যায়ে নিয়ে আসতে হবে।  

তারা বলেন, শাবিপ্রবিতে পোষ্য কোটার মতো তেলা মাথায় তেল দেওয়া কোটা বিদ্যমান রয়েছে। এ বৈষম্যমূলক কোটা দ্রুত বাতিল করা হোক। তা না হলে আমরা এ বৈষম্যের বিরুদ্ধে আবারও রুখে দাঁড়াব।

বাংলাদেশ সময়: ১৯২৫ ঘণ্টা, ডিসেম্বর ১১, ২০২৪
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।