ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

বাকৃবির অনার্স ১ম বর্ষে ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

বাকৃবি সংবাদদাতা | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪১ ঘণ্টা, নভেম্বর ১৩, ২০১২

বাকৃবি (ময়মনসিংহ): বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) ২০১২-১৩ শিক্ষাবর্ষের অনার্স ১ম বর্ষে ভর্তি পরীক্ষার ফলাফল মঙ্গলবার সন্ধ্যায় প্রকাশ করা হয়েছে।

আগামী ২০ নভেম্বরের মধ্যে অনলাইনে অনুষদ ভিত্তিক অপশন ফরম পূরণ করা সাপেক্ষে মেধা তালিকা থেকে ২২ ও ২৬ নভেম্বর নতুন শিক্ষার্থীদের ভর্তি করা হবে।

   

ভর্তি পরীক্ষা কমিটি বাংলানিউজকে জানায়, ভর্তি পরীক্ষায় মেধার ভিত্তিতে ১ হাজার জনের মেধা তালিকা এবং আরও ১৯শ ৫৩ জনকে অপেক্ষমান তালিকায় রাখা হয়েছে।

মেধা তালিকা ও অপেক্ষমান তালিকাভূক্ত প্রার্থীদেরকে আগামী ২০ নভেম্বরের মধ্যে অনলাইনে অনুষদ পছন্দের অপশন ফরম পূরণ করতে হবে এবং অনলাইনে ভর্তি ফরম, রেজিস্ট্রেশন ফরম ও মেডিকেল ফরম ডাউনলোড করে এফোর সাইজের অফসেট পেপারে প্রিন্ট করতে হবে যা ভর্তির দিন নিয়ে আসতে হবে।

মেধা তালিকা থেকে শিক্ষার্থীদের আগামী ২২ নভেম্বর সকাল ১০টা থেকে বিকেল সাড়ে ৪টার মধ্যে শিল্পাচার্য জয়নুল আবেদিন মিলনায়তনে ভর্তি করা হবে। তবে, মেধা তালিকায় থেকে ২২ নভেম্বর ভর্তি না হলে শিক্ষার্থীরা ২৬ নভেম্বর সকাল ১০টা থেকে বিকেল সাড়ে ৪টার মধ্যে শিল্পাচার্য জয়নুল আবেদিন মিলনায়তনে ভর্তি হতে পারবে।

এছাড়া, আসন শূন্য থাকা সাপেক্ষে ২৮ নভেম্বর অপেক্ষমান তালিকায় থাকা শিক্ষার্থীদের বাকৃবিতে এসে রিপোর্ট করতে হবে এবং রিপোর্ট করা সাপেক্ষে অপেক্ষমান তালিকা থেকে আগামী ২৯ নভেম্বর শিক্ষার্থী ভর্তি করা হবে। ভর্তি হতে মোট ৬ হাজার ২শ ১৪ টাকা লাগবে বলে ভর্তি কমিটি সূত্রে জানা গেছে।

এছাড়া ভর্তির বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (www.admission.bau.edu.bd) পাওয়া যাবে।


বাংলাদেশ সময়: ২০৩৩ ঘণ্টা, নভেম্বর ১৩, ২০১২

সম্পাদনা: শামীম হোসেন, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।