ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

‘বিভ্রান্তিকর সংবাদে বুয়েট শিক্ষক সমিতিকে হেয় কর‍ার প্রচেষ্টা’

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩৪ ঘণ্টা, নভেম্বর ১৪, ২০১২

ঢাকা: উদ্দেশ্যমুলকভাবে মনগড়া ও বিভ্রান্তিকর তথ্য সংবলিত সংবাদ পরিবেশন করে বুয়েট শিক্ষক সমিতিকে হেয় কর‍ার প্রচেষ্টা চালানো হচ্ছে বলে অভিযোগ করেছে বিশ্ববিদ্যালয়টির শিক্ষক সমিতি।

বুধবার এক প্রেস বিজ্ঞপ্তিতে তারা এ প্রতিবাদ জানায়।



বিজ্ঞপ্তিতে বল‍া হয়, গত কয়েকদিন ধরে ‍কিছু সংবাদমাধ্যম নিষিদ্ধ ঘোষিত একটি সংগঠন, বিশেষ রাজনৈতিক দল ও একটি ছাত্র সংগঠনকে বুয়েট শিক্ষক সমিতির নেতৃত্বে বুয়েটের সাম্প্রতিক আন্দোলনে সম্পৃক্ত করে নানা অসত্য ও ভিত্তিহীন সংবাদ পরিবেশন করছে।

প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের মতো একটি স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠানে নানা অনিয়ম ও স্বেচ্ছাচারিতার বিরুদ্ধে বুয়েটের শিক্ষক-শিক্ষার্থী-কর্মচারীদের গত এপ্রিল-আগস্ট সময়ের আন্দোলন ছিল দৃষ্টান্তমুলকভাবে নিয়মতান্ত্রিক, অরাজনৈতিক ও শান্তিপূর্ণ, যা একান্তই বুয়েটের ঐতিহ্য ও মর্যাদা রক্ষার স্বার্থে হয়েছিল।

বুয়েট রক্ষার ওই আন্দোলনের সঙ্গে বুয়েটের প্রায় শতভাগ শিক্ষক-শিক্ষার্থীর স্বত:স্ফূর্ত অংশগ্রহণ ছিল, যার সঙ্গে কোনো রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের কোনোরকম সংশ্লিষ্টতা নেই বা ছিল না। বুয়েট রক্ষ‍ার এ আন্দোলনের যৌক্তিকতা ও এ বিষয়ে বস্তুনিষ্ঠ তথ্যাদি সে সময়ে প্রায় সব সংবাদমাধ্যমে পরিবেশিত হয়েছিল।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, অত্যন্ত পরিতাপের বিষয় এই যে, একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলসহ দু’একটি দৈনিক পত্রিকা গত কয়েকদিন ধরে উদ্দেশ্যমুলকভাবে মনগড়া ও বিভ্রান্তিকর তথ্য সংবলিত সংবাদ পরিবেশন করে বুয়েট শিক্ষক সমিতিকে হেয় কর‍ার প্রচেষ্টা চালাচ্ছে। বুয়েট শিক্ষক সমিতি এ সব অসত্য সংবাদের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাচ্ছে।

সংশ্লিষ্ট সংবাদমাধ্যম এ ধরনের বিভ্রান্তিমুলক সংবাদ পরিবেশন থেকে বিরত থাকবে এবং বস্তুনিষ্ঠ ও সঠিক সংবাদ পরিবেশন করবে বলে বুয়েট শিক্ষক সমিতি আশা প্রকাশ করে।
 
বিজ্ঞপ্তিতে বুয়েট শিক্ষক সমিতি অত্যন্ত দৃঢ়ভাবে উল্লেখ করে, বুয়েট শিক্ষক সমিতি ঐতিহ্যগতভাবে প্রতিষ্ঠিত তাদের রাজনৈতিক নিরপেক্ষতার ভূমিকা যে কোনো মূল্যে বজায় রাখবে।

বাংলাদেশ সময়: ১৮১০ ঘণ্টা, নভেম্বর ১৪, ২০১২
সম্পাদনা: জয়নাল আবেদীন, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।