ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

ঢাবি ‘চ’ ইউনিট ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪৪ ঘণ্টা, নভেম্বর ১৬, ২০১২
ঢাবি ‘চ’ ইউনিট ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

ঢাকা: ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ‘চ’ ইউনিটের ২০১২-১৩ শিক্ষাবর্ষের ১ম বর্ষ সম্মান শ্রেণির ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।



বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. সহিদ আকতার হুসাইন, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. কামাল উদ্দীন, চারুকলা অনুষদের ডিন ও চ-ইউনিট ভর্তি পরীক্ষার প্রধান সমন্বয়কারী অধ্যাপক এমদাদুল হক মো. মতলুব আলী এবং বিশ্ববিদ্যালয়ের সিনিয়র শিক্ষক ও কর্মকর্তারা পরীক্ষা চলাকালীন পরীক্ষা-কেন্দ্র পরিদর্শন করে সন্তোষ প্রকাশ করেছেন।

পরীক্ষার ফলাফল http://chaunit.univdhaka.edu ওয়েবসাইটে অথবা মোবাইল ফোন থেকে ১৬৩২১ নম্বরে এসএমএস করে জানা যাবে।

উল্লেখ্য, এ বছর ‘চ’ ইউনিটে চারুকলা অনুষদভুক্ত ৮টি বিভাগে ১১৯টি আসনের জন্য মোট ৪ হাজার ১২১ জন শিক্ষার্থী ভর্তি পরীক্ষায় অংশ নেয়।

বাংলাদেশ সময়: ১৭৪৫ ঘণ্টা, নভেম্বর ১৬, ২০১২
এমএইচ/সম্পাদনা: আবু হাসান শাহীন, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।