ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

দিনাজপুরে প্রাথমিকে ৫৭ হাজার-এবতেদায়ী সমাপনীতে ৬ হাজার পরীক্ষার্থী

জেলা প্রতিনিধি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩০ ঘণ্টা, নভেম্বর ১৭, ২০১২

দিনাজপুর: আগামী ২১ নভেম্বর অনুষ্ঠিতব্য প্রাথমিক শিক্ষা সমাপনী ও এবতেদায়ী সমাপনী পরীক্ষায় দিনাজপুর জেলায় ৫৭ হাজার ৯শ ১১ জন প্রাথমিকে ও ৫ হাজার ৯শ ৩৬ জন এবতেদায়ী পরীক্ষার্থী অংশগ্রহণ করবে।
 
দিনাজপুর জেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে প্রাপ্ত তথ্যানুযায়ী, জেলার ১৩টি উপজেলার ১শ ২৮টি পরীক্ষাকেন্দ্র পরীক্ষা অনুষ্ঠিত হবে।



দিনাজপুর জেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে জানা যায়,  চলতি ২০১২ সালের এ পরীক্ষায় দিনাজপুর সদর উপজেলা থেকে প্রাথমিকে ৫ হাজার ৯শ ৮১ জন ও এবতেদায়ীতে ৪শ ৪৭ জন পরীক্ষার্থী,  খানসামা উপজেলা থেকে প্রাথমিকে ৩ হাজার ৯শ ১২ জন ও এবতেদায়ীতে ৩শ ৫০ জন পরীক্ষার্থী, বোচাগঞ্জ উপজেলায় প্রাথমিকে ৩ হাজার ১৮ জন ও এবতেদায়ীতে ৫শ ৫৫ জন পরীক্ষার্থী, কাহারোল উপজেলা থেকে প্রাথমিকে ৩ হাজার ২৫ জন ও এবতেদায়ীতে ২শ ৬৯ জন পরীক্ষার্থী, ঘোড়াঘাট উপজেলা থেকে প্রাথমিকে ২ হাজার ১শ ৮২ জন ও এবতেদায়ীতে ৩শ ৫০ জন পরীক্ষার্থী, বিরামপুর উপজেলা থেকে প্রাথমিকে ৩ হাজার ২শ জন ও এবতেদায়ীতে ৪শ ৫১ জন পরীক্ষার্থী, চিরিরবন্দর উপজেলা থেকে প্রাথমিকে ৫ হাজার ৯শ ৮১ জন ও এবতেদায়ীতে ৪শ ৪৭ জন পরীক্ষার্থী,  ফুলবাড়ী উপজেলা থেকে প্রাথমিকে ৩ হাজার ২শ ১৫ জন ও এবতেদায়ীতে ৩শ ২৩ জন পরীক্ষার্থী, পার্বতীপুর উপজেলা থেকে প্রাথমিকে ৭ হাজার ১শ ৮৪ জন ও এবতেদায়ীতে ৬শ ৪১ জন পরীক্ষার্থী, বিরল উপজেলা থেকে প্রাথমিক ৫ হাজার ১শ ৩৫ জন ও এবতেদায়ীতে ৫শ ২৩ জন পরীক্ষার্থী, নবাবগঞ্জ উপজেলা থেকে প্রাথমিকে ৪ হাজার ৭শ ১৬ জন ও এবতেদায়ীতে ৬শ ৪১ জন পরীক্ষার্থী, বীরগঞ্জ উপজেলা থেকে প্রাথমিকে ৬ হাজার ৬৮ জন ও এবতেদায়ীতে ৫৫৫ জন পরীক্ষার্থী এবং হাকিমপুর উপজেলা থেকে প্রাথমিকে ১ হাজার ৭শ ৫ জন ও এবতেদায়ীতে ২শ ৬৭ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করবে।

জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা হাফিজুর রহমান বাংলানিউজকে জানান, প্রাথমিক শিক্ষা সমাপনী ও এবতেদায়ী সমাপনী পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে সব ধরনের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৫২৭ ঘণ্টা,  নভেম্বর ১৭, ২০১২
সম্পাদনা: রাফিয়া আরজু শিউলী, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।