ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

ভোলার ৮৪টি কেন্দ্রে প্রাথমিক শিক্ষা সমাপনী-ইফতেদায়ী পরীক্ষা শুরু

ভোলা প্রতিনিধি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১২১ ঘণ্টা, নভেম্বর ২১, ২০১২

ভোলা: ভোলার ৭টি উপজেলার ৮৪টি কেন্দ্রে প্রাথমিক শিক্ষা সমাপনী ও ইফতেদায়ী পরীক্ষা বুধবার থেকে শুরু হচ্ছে।

এর মধ্যে সদরে ২০টি, দৌলতখানে ১১টি, বোরহানউদ্দিনে ১২টি, লালমোহনে ১২টি, চরফ্যাশনে ২০টি, তজুমদ্দিনে ৫টি ও মনপুরায় ৪টি।



এতে প্রাথমিক সমাপনীতে মোট ৩১ হাজার ৮১০ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করছে। এরমধ্যে ১৩ হাজার ৯৬৩ জন ছাত্র ও ১৭ হাজার ৮৫৭ জন ছাত্রী রয়েছে। এ বছর প্রাথমিক সমাপনীতে ছেলেদের চেয়ে মেয়েদের সংখ্যা বেশি।
 
অন্যদিকে ইফতেদায়ীতে মোট পরীক্ষার্থী ৮ হাজার ১৮ জন। এর মধ্যে ২ হাজার ৯৯১ জন ছাত্র এবং ৫ হাজার ১৭জন ছাত্রী রয়েছে।

যথরীতি সকাল ১১টায় জেলার সকল কেন্দ্রে একযোগে পরীক্ষা শুরু হবে।
কেন্দ্রগুলোতে পুলিশি নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১১১৬ ঘণ্টা, নভেম্বর ২১, ২০১২
সম্পাদনা: রাফিয়া আরজু শিউলী, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।