ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

সরকারি বিদ্যালয়ে ভর্তি পরীক্ষা

রাজধানীসহ সারা দেশে একই নীতিমালা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩৬ ঘণ্টা, নভেম্বর ২১, ২০১২
রাজধানীসহ সারা দেশে একই নীতিমালা

ঢাকা: আগামী ১ থেকে ৯ ডিসেম্বর রাজধানীর ২৪টি সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ভর্তি ফরম বিতরণ ও জমা নেওয়া হবে। রাজধানীসহ দেশের ৩১৭টি সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে এবার একই নীতিমালার আলোকে শিক্ষার্থী ভর্তি কার্যক্রম সম্পন্ন হবে।



তবে রাজধানীর বাইরের বিদ্যালয়গুলোতে জেলা প্রশাসকের নেতৃত্বে গঠিত কমিটি নীতিমালার আলোকে তাদের সুবিধামতো সময়ে ভর্তি কার্যক্রম শেষ করতে পারবে।

বুধবার মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতরের (মাউশি) মহাপরিচালক অধ্যাপক নোমান-উর রশীদ সাংবাদিকদের এ তথ্য দেন।

নোমান-উর রশীদ বলেন, রাজধানীর ২৪টি সরকারি মাধ্যমিক বিদ্যালয়কে ‘এ’ ‘বি’ ও ‘সি’ ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে। প্রতি ক্যাটাগরিতে আটটি করে বিদ্যালয় রয়েছে। ক্যাটাগরি অনুযায়ী ভর্তি কার্যক্রম সম্পন্ন করা হবে।

তিনি জানান, ঢাকা মহানগরী এলাকায় শিক্ষার্থী ভর্তি সংক্রান্ত বিভিন্ন বিষয় তদারকির জন্য মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের (মাউশি) মহাপরিচালকের নেতৃত্বে ১৩ সদস্যের একটি কমিটি করা হবে।

ভর্তি পরীক্ষা
একটি ক্যাটাগরির বিদ্যালয় থেকে একজন শিক্ষার্থী একটি ফরম কিনতে পারবে। তবে তিন ক্যাটাগরির বিদ্যালয় থেকে একজন শিক্ষার্থী সর্বোচ্চ তিনটি ফরম কিনতে পারবে। ‘এ’ ক্যাটাগরির আটটি বিদ্যালয়ে আগামী ১৪ ডিসেম্বর ভর্তি পরীক্ষা হবে। ‘বি’ ক্যাটাগরির বিদ্যালয়ে ১৫ ডিসেম্বর এবং ‘সি’ ক্যাটাগরির বিদ্যালয়ে ১৭ ডিসেম্বর ভর্তি পরীক্ষা হবে। আগামী ৩০ ডিসেম্বর ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করা হবে।

অধ্যাপক নোমান বলেন, ‘প্রথম শ্রেণীতে ভর্তির লটারির ড্র হবে আগামী ২৭ ডিসেম্বর। ওই দিনই ফল ঘোষণা করা হবে। রাজধানীর ২৪টি সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের মধ্যে ১৩টিতে প্রথম শ্রেণী রয়েছে। ’

শিক্ষার্থী বাছাই
নীতিমালা অনুযায়ী, এবার দ্বিতীয় থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত লিখিত পরীক্ষার মাধ্যমে মেধাক্রম অনুসারে শিক্ষার্থী বাছাই করতে হবে। আর জেএসসির ফলাফলের ভিত্তিতে নবম শ্রেণীতে শিক্ষার্থী ভর্তি করা হবে।

ষষ্ঠ শ্রেণীতে শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে মোট আসনের ১০ শতাংশ কোটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে থেকে পাস করা শিক্ষার্থীদের জন্য রাখতে হবে। মুক্তিযোদ্ধাদের সন্তানদের জন্য পাঁচ শতাংশ এবং প্রতিবন্ধীদের জন্য দুই শতাংশ কোটা থাকবে।

ভর্তি ফরম
এবার ভর্তির পরীক্ষার আবেদন ফরমের দাম নির্ধারণ করা হয়েছে একশ’ টাকা। তবে সেশন ফিসহ ভর্তি ফি সাতশ’ টাকার বেশি নেওয়া যাবে না বলে নীতিমালায় বলা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৬১৬ ঘণ্টা, নভেম্বর ২১, ২০১২
এসএমএ/সম্পাদনা: সোহেলুর রহমান, নিউজরুম এডিটর ও অশোকেশ রায়, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর; জুয়েল মাজহার, কনসালট্যান্ট এডিটর jewel_mazhar@yahoo.com

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।