ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

ইবি শিক্ষকদের ওপর হামলার ঘটনায় জাবি শিক্ষক সমিতির নিন্দা

জাবি প্রতিনিধি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১৬ ঘণ্টা, নভেম্বর ২১, ২০১২

জাবি: ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) শিক্ষকদের ওপর ছাত্রলীগের হামলার ঘটনায় নিন্দা জানিয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি।

বুধবার বিকেলে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি সভাপতি অধ্যাপক ড. এ এ মামুন ও সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মো. শরিফ উদ্দিন সাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।



বিবৃতিতে বলা হয়, গত ১৯ নভেম্বর ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির শান্তিপূর্ণ কর্মসূচিতে ছাত্র নামক সন্ত্রাসীদের হামলায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি বিক্ষুব্ধ। আমরা ওই জঘন্য ঘটনার নিন্দা জানাচ্ছি।

দলমতের উর্ধ্বে থেকে এই দুস্কৃতিকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার জন্য বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানাচ্ছি।

সুষ্ঠু তদন্ত সাপেক্ষে যথাযথ পদক্ষেপ গ্রহণের মাধ্যমে ইসলামী বিশ্ববিদ্যালয়ের অচলাবস্থা নিরসনের জন্য সরকারের প্রতি আহবান জানিয়েছেন তারা।

ওই বর্বরোচিত হামলায় আহত শিক্ষকদের প্রতি সমবেদনা জানিয়ে সমিতির যে কোনো ধরনের যৌক্তিক আন্দোলনের প্রতি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির নৈতিক সমর্থনের কথা উল্লেখ করা হয়।

বাংলাদেশ সময়: ১৮০৫ ঘণ্টা, নভেম্বর ২১, ২০১২
সম্পাদনা: আবু হাসান শাহীন, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।