ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

হাতিয়া আদর্শ মহিলা কলেজের নাম পরিবর্তন

জেলা প্রতিনিধি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৩ ঘণ্টা, নভেম্বর ২২, ২০১২

নোয়াখালী: নোয়াখালী হাতিয়া আদর্শ মহিলা কলেজের নাম পরিবর্তন করে প্রকৌশলী মো. ফজলুল আজিম মহিলা কলেজ করা হয়েছে।

বৃহস্পতিবার কলেজ সূত্রে জানা যায়, ১৬ অক্টোবর শিক্ষা মন্ত্রণালয়ের চিঠির (স্মারক নং- ৩৭.০০৯.০১৮. ০৫.০০.০০২.২০১০/৮০০) মাধ্যমে কলেজটির নাম পরিবর্তনের কথা জানানো হয়।



১৯ নভেম্বর কুমিল্লা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের কলেজ পরিদর্শক ড. মো. নিজামুল করিম স্বাক্ষরিত (স্মারক নং ক.প/১৬৬৯ -৭) চিঠির সূত্রে এ তথ্য জানা গেছে।

১৯৯৪ সালে বর্তমান স্বতন্ত্র সংসদ সদস্য প্রকৌশলী মো. ফজলুল আজিম হাতিয়া দ্বীপে শিক্ষা বিস্তারের জন্য ‘হাতিয়া আদর্শ কলেজ’ নামে এ কলেজটি প্রতিষ্ঠা করেন।

ওই কলেজটি নদী গর্ভে বিলীন হয়ে যাওয়ায় নারী শিক্ষা বিস্তারের জন্য তিনি ২০০০ সালে ‘হাতিয়া আদর্শ মহিলা কলেজ’ প্রতিষ্ঠা করেন।

বাংলাদেশ সময়: ১৬০০ ঘণ্টা, নভেম্বর ২২,  ২০১২
সম্পাদনা: রাফিয়া আরজু, নিউজরুম এডিটর
eic@banglanews24.com

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।